আমাদের কথা খুঁজে নিন

   

ছোলা, খেজুর ও মসুর ডালের দাম নির্ধারণ

সোমবার এক জরুরি সভায় ব্যবসায়ী প্রতিনিধি ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এই দাম নির্ধারণ করে।
বাণিজ্য মন্ত্রনালয়ে অনুষ্ঠিত ওই সভায় ইরাকি জাহেদি খেজুরের সর্বোচ্চ পাইকারি দর প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা এবং খুচরা দর প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া অস্ট্রেলিয়ান ছোলা সর্বোচ্চ পাইকারি দর প্রতি কেজি ৫২ থেকে ৫৪ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা, কানাডার মসুর ডাল প্রকার ভেদে সর্বোচ্চ পাইকারি মূল্য প্রতি কেজি ৭২ থেকে ৭৫ টাকা এবং সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ৭৫ থেকে ৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় জানানো হয়, এই দর ৯ জুলাই থেকে কার্যকর হবে। এর আগে ৩০ জুন চিনি ও ভোজ্য তেলের দাম নির্ধারণ করা হয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ টি এম মর্তুজা রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছোলা, খেজুর ও মসুর ডালের প্রধান প্রধান আমদানিকারকদের পাশাপাশি এফবিসিসিআই’র সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.