রোজা মুসলমানের জন্য রহমত বয়ে আনে, মাগফেরাত ও নাজাতের ব্যবস্থা করে দেয়। এক কথায় শান্তি বয়ে আনে । কিন্তু আমাদের দেশে রোজা আসলে অশান্তি বেড়ে যায়। জিনিস পত্রের দাম বাড়ে, রাস্তায় যানজট বাড়ে, বিদ্যুৎ, গ্যাস, পানির সংকট বাড়ে। আর মানুষের মেজাজটাও বাড়ে।
তাই আমাদের জন্য রোজা হয়ে উঠে অশান্তির। এগুলো হয়তো আমাদেরই সৃষ্টি।
রোজায় ইফতারি নিয়ে বাড়াবাড়ি চলে। বেগুন, তেল, পেয়াঁজের দাম বাড়ে। তাই আমরা সিদ্বান্ত নিয়েছি ইফতারি করবো ঠিকই তবে ছোলা, মুড়ি, পেয়াজু বা আলুর ছপ দিয়ে নয়।
গরমটা যেহেতু বেশি তাই ঠান্ডা ও তরল জাতীয় খাবারই হবে আমাদের ইফতারি।
কেমন হবে বলুনতো।
আমাদের সাথে যোগ দিতে পারেন।
পছন্দ হইলে ইফতারির দাওয়াত রইল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।