আমাদের কথা খুঁজে নিন

   

আবারো অবহেলিত স্বাস্থ্য খাত

২০১৩-১৪ অর্থবছরের জন্য স্বাস্থ্য খাতের জন্য নয় হাজার ৪৯৫ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে, যা চলতি অর্থবছরের বরাদ্দের চেয়ে শুন্য দশমিক ৬১ শতাংশেরও কম।
বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের জন্য দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার বাজেট করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
‘সবার জন্য স্বাস্থ্য’ নিশ্চিত করতে অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে বরাদ্দ বাড়িয়ে তা কমপক্ষে জিডিপির ৫ শতাংশ করার দাবি জানিয়ে আসছেন।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, জনস্বাস্থ্যের সুযোগ-সুবিধা বাড়াতে এবং তৃণমূল পর্যায়ের মানুষের জন্য পুষ্টি নিশ্চিত করতে তারা ‘অক্লান্ত’ পরিশ্রম করে যাচ্ছেন।
সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কৌশলের ফলে এখাতে ‘উল্লেখযোগ্য’ সাফল্য এসেছে বলেও দাবি করেন তিনি।
মা ও শিশুর মৃত্যু রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী।
গরীব, দুঃস্থ ও গর্ভবতী মহিলাদের জন্য ‘মাতৃস্বাস্থ্য ভাউচার কর্মসূচি’ নতুন করে আরো ২০ উপজেলায় বাড়ানো হবে বলে জানান তিনি। বর্তমানে ৫৩ উপজেলায় এই কর্মসূচি চালু আছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।