ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে
পৃথিবীতে মোট ইহুদী জনসংখ্যা বর্তমানে ১৪ মিলিয়ন আর মুসলিম জনসংখ্যা ১.৫ বিলিয়ন। তুলনাকরে দেখা যায়ঃ প্রতি পাঁচ জন মানুষের মাঝে ১ জন মুসলিম, প্রতি একজন হিন্দুর তুলনায় ২ জন মুসলিম, প্রতি একজন বোদ্ধিষ্টের তুলনায় ২ জন মুসলিম, প্রতি একজন ইহুদীর তুলনায় ১০৭ জন মুসলিম।
(জনসংখ্যার তুলনামূলক চিত্র, বিলিয়নে)
বর্তমান বিশ্বে বিভিন্ন বিষয়ে দেখা যাক ইহুদীদের কীর্তিঃ
আধুনিক বিশ্বের মানব ইতিহাসে যারা ভুমিকা রেখেছেন তারা কারা?
চিকিৎসা শাস্ত্রে যারা মাইলফলক রেখেছেন তারা কারা?
নোবেল পুরস্কার বিজয়ঃ
বিগত ১০৫ বছরে ইহুদীর মাঝে নোবেল পুরস্কার বিজয়ী হচ্ছেন ১৮০ জন
অতচ ১.৫ বিলিয়ন মুসলিমদের অর্জন হচ্ছে ৫ টি নোবেল পুরস্কার!
যে সব আবিষ্কারকেরা প্রযুক্তির ইতিহাস সৃষ্টি হল তারা কারা?
বিশ্বে প্রভাবশালী কয়েকজন ব্যবসায়ী ব্যক্তিঃ
সাম্প্রতিক কয়েক দশকের প্রভাবশালী ইহুদী বুদ্ধীজীবি ও রাজনৈতিকঃ
বিশ্বের ইহুদী দানশীল ব্যক্তিঃ
George Soros
Walter Annenberg
এবার দেখা যাক মুসলিম বিশ্বের সাথে অনান্য দেশের কিছু পরিসংখ্যানঃ
পুরা মুসলিম বিশ্বে (৫৭ টি দেশ) মানসম্মত বিশ্ববিদ্যালয়ের সংখ্যাঃ মাত্র ৫০০
আমেরিকার একাই আছে ৫,৭৫৮ ইউনির্ভাসিটি
ভারতে আছে ৮,৪৭০টি
গড় পড়তা শিক্ষার হারঃ
শিক্ষার হার ক্রিষ্টান বিশ্বে ৯০%
শিক্ষার হার মুসলমি দেশে ৪০%
১৫টি ক্রিষ্টান সংখ্যা গরিষ্ঠ দেশের শিক্ষার হার ১০০% শিক্ষিত
১০০% শিক্ষিত মুসলিম দেশ সংখ্যাঃ ০!
৯৮% ক্রিষ্টান দেশের লোক কমপক্ষে প্রাইমারী স্কুল পর্যন্ত পড়ালেখা শেষ করেছে।
মুসলমি বিশ্বের মাত্র ৫০% প্রাইমারী স্কুল পর্যন্ত পড়ালেখা শেষ করতে সক্ষম হয়েছে।
৪০% ক্রিষ্টান সংখ্যা গরিষ্ট দেশের মানুষ বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছে।
আর মুসলমি দেশে ০.২% বিশ্ববিদ্যালয় পর্যন্ত অধ্যায়ন করতে পেরেছে।
এবার দেখুন বিজ্ঞানির হার:
মুসলিম দেশের গড়পড়তা ২৩০ জন বিজ্ঞানি প্রতি দশ লক্ষ বা এক মিলিয়ন মুসলমিদের মাঝে।
অমেরিকাতে ৫০০০ বিজ্ঞানি পাওয়া যাবে প্রতি মিলিয়নে।
ক্রিষ্টান বিশ্বে ১০০০ টেকনেশিয়ান পাওয়া যায় প্রতি মিলিয়নে।
পুরা আরব বিশ্বে মাত্র ৫০ জন টেকনেশিয়ান পাওয়া যায় প্রতি মিলিয়নে।
রিচার্স ও জ্ঞানবিজ্ঞান উন্নয়নে মুসলিম বিশ্ব খরচ করে ০.২% জাতীয় আয়ের/GDP.
খৃষ্টান বিশ্ব এ খাতে জাতীয় আয়ের / GDP ব্যয় করে ৫%।
হাইটেক সামগ্রির রপ্তানির পরিমান ০.৯% পাকিস্থানে, ০.২% সৌদী আরব, কুয়েত, মরক্কো ও আলজেরিয়া ০.৩%। আর অমুসলিম ছোট্ট দেশ সিঙ্গাপুর একাই ৬৮%।
তাই আসেন সর্বদা ইহুদী-নাসারারা মুসলিম বিশ্বের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত এইসব অভিযোগ বাদ দিয়ে আমরাও ওইসব লাইন ধরি...
...................
তথ্যসুত্রঃ সাউথ আফ্রিকার আল বারাকার ব্যাংকের ডিরেক্টর জেনারেল জনাব হাফেজ এ বি এম মোহাম্মদ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।