আমাদের কথা খুঁজে নিন

   

চীনের অর্থনীতির প্রবৃদ্ধির গতি ধাপে ধাপে মন্থর হবে

চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয় ২৮ সেপ্টেম্বর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান চীনের সামষ্টিক অর্থনীতির পরিস্থিতি ও প্রবণতা ব্যাখ্যা করেছে। রাষ্ট্রীয় পরিষদের উন্নয়ন গবেষণা কেন্দ্রের উপ-মহাপরিচালক লু চোং ইউয়ান বলেন, চলতি বছর চীনের অর্থনীতি মন্থর হয়েছে। তবে এখনো যুক্তিসঙ্গত সীমার আওতায় আছে। এ বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৯ শতাংশ ছাড়াবে। প্রেস ব্রিফিংয়ে লু চোং ইউয়ান বলেন, চীনের অর্থনীতির প্রবৃদ্ধির গতি মন্থর হচ্ছে।

তবে এখনো তা স্বাভাবিক আওতায় আছে। অনুমান অনুযায়ী, ২০১১ সালে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হার ৯ শতাংশেরও বেশি হবে। ফলে চীনের অর্থনীতি নিয়ে আশঙ্কা করার প্রয়োজন নেই। তিনি বলেন, 'অর্থনীতির প্রবৃদ্ধির গতি এক যুক্তিসঙ্গত আওতায় উঠানামা করে। চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৩০ বছরে চীনের অর্থনীতির গড়পরতা প্রবৃদ্ধির হার দিয়ে হিসাব করলে দেখা যাচ্ছে, চীনের অর্থনীতির প্রবৃদ্ধির হারের অপেক্ষাকৃত যুক্তিসঙ্গত আওতা হচ্ছে ৮ থেকে ১২ শতাংশ।

এ প্রবৃদ্ধির হার যদি ১২ শতাংশের ওপর না যায়, এবং ৮ শতাংশেরও নিচে না যায়, তাহলে আমরা মনে করি, এ উঠানামা স্বাভাবিক। ' লু চোং ইউয়ান বলেন, অর্থনীতির প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হওয়ার কারণ হচ্ছে সামষ্টিক নিয়ন্ত্রণ। এটা দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা এবং অর্থনৈতিক কাঠামোর সুবিন্যাস ত্বরান্বিত করার ক্ষেত্রে অনুকূল হবে। লু চোং ইউয়ান অনুমান করেন, দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার শেষ দিক থেকে চীনের অর্থনীতির প্রবৃদ্ধির সুপ্ত শক্তি সম্ভবত অতীতের ৩০ বছরের তুলনায় কিছুটা কমবে। চীনের অর্থনীতির প্রবৃদ্ধির গতি আরো মন্থর হওয়ার প্রবণতা ভবিষ্যতে আরো স্পষ্ট হবে।

তিনি বলেন, 'আমাদের কেন্দ্রের বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, ত্রয়োদশ পাঁচশালা চলাকালে বার্ষিক প্রবৃদ্ধির হার দ্বাদশ পাঁচশালা সময়ের চেয়ে কিছুটা মন্থর হবে। তারপর ধাপে ধাপে মন্থর হতে থাকবে। এটা একটি অনিবার্য প্রবণতা। ' লু চোং ইউয়ান বলেন, চীনের উন্নয়ন প্রক্রিয়ায় সংঘটিত নানা সমস্যা সমাধান করতে অপেক্ষাকৃত দ্রুত প্রবৃদ্ধির গতি বজায় রাখা দরকার। কিন্তু যদি এ গতি কিছুটা মন্থর হয় তাহলেও বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই।

অর্থনীতির প্রবৃদ্ধির গতি মন্থর হলে বলা যায় না যে, চীনের অর্থনীতির উন্নয়ন সাফল্যমন্ডিত হয় নি। যদি প্রবৃদ্ধির গুণগত মান ও মুনাফার পরিমাণ বাড়ে, অর্থনৈতিক প্রবৃদ্ধির সমন্বয়, টেকসই ও জনগণের অর্জিত সুযোগসুবিধা সবকিছুরই উন্নতি হয়, তাহলে বলা যায়, এ অর্থনৈতিক সত্ত্বা সফল হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, অর্থনীতির প্রবৃদ্ধির হার কমানোর প্রবণতা দেখার পর অর্থনীতির রূপান্তর করার জরুরি অবস্থা উপলব্ধি করা এবং নতুন অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক খুঁজে বের করা উচিত। লু চোং ইউয়ান বলেন, চীনের অর্থনৈতিক উন্নয়ন অনেক ঝুঁকি ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। যেমন বহির অর্থনৈতিক পরিবেশে অনেক অস্থিরতা ও অস্থিতিশীলতা রয়েছে।

তা ছাড়া চীনের অভ্যন্তরের মুদ্রাস্ফীতির চাপও বিরাট। লু চোং ইউয়ান উল্লেখ করেন, চীনের মুদ্রাস্ফীতির মান পূর্বনির্ধারিত লক্ষ্যে নিয়ন্ত্রিত হচ্ছে। পণ্যের দাম আগস্ট মাসে কিছুটা কমেছে। যদিও এখনো উচ্চ দামে আছে, তবে আগামী বছর গোটা পণ্যের দাম বৃদ্ধির চাপ চলতি বছরের চেয়ে কিছুটা কমবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।