বটবৃক্ষ দেখলে শেকড়ের কথা মনে পড়ে উড়ে আসে একঝাঁক গুশালিক হয়তো তোমার মনে নেই জন্মের সেই পুরনো ইতিহাস। একদা আমাদের পুর্বপূরুষ এইঘাটে নৌকা ভিড়িয়েছিল পলাতক প্রেমিকার হাত ধরে। কিংবা মালা বদল করে পেতেছিলেন আগুনের সংসার। আর তার প্রেমিকা শুকনো বটপাতায় লিখেছিলেন উত্তরাধিকারের হলফনামা। জানি, তুমি ভুলে গেছ সাহসের সেই ইতিহাস। যা নদী কেড়ে নিয়েছিল ভূকম্পনের দারুণ আঘাতে। আমার কিন্তু মনে আছে সব স্বাক্ষী কেবল এই বটবৃক্ষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।