http://www.choturmatrik.com/blogger/আরণ্যক
ঝোপঝাড়ে, ভূতুড়ে গাছে, ম্লান ছায়ার বনে মসৃন আলো
রক্তে উত্তরাধিকারের চিরচেনা গান
পুরোনো পৃথিবীর মায়ায় অনাক্রান্ত
বনের গহীনে চঞ্চল শব্দের হল্লা
নি:শ্বাসে ক্ষয়া আত্মার রেশ
ছুট ছুট
অবিরাম ছুটে চলা
ঘুমে ; স্বপ্নে ছুটে ছুটে চলা
গুড়ো হয় গাছের পাতা, ঝর্না, পাথর কুচি, মাটি
ছুট ছুট
জীবনের উল্লাসে জীবনের বোধ ক্ষয় করে
ছুটে চলা
মাঝরাতে চরাচর যখন নি:সঙ্গতায় ডুবে
আকাশে আকা মলিন এক নীল চাদ
সমতলে অথবা পাহাড় চুড়ায় অসম্পূর্ণ এক জীবনের ডাক
নিস্তব্ধতা চিরে জীবনের ক্রুদ্ধ রিরংসা
মৃত্যুর খোজে জীবনের শংকিত গান
অজানার প্রতি বিহবল শঙ্খনাদ
বুকের গহীন থেকে উঠে আসে গম্ভীর গর্জন
শত জন্মের পুরোনো পৃথিবীর গান
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
শত জন্মের পুরোনো পৃথিবীর গান
বুকের গহীনে থেকে উঠে আসে গম্ভীর গর্জন
অজানার প্রতি বিহবল শঙ্খনাদ
মৃত্যুর খোজে জীবনের শংকিত গান
নিস্তব্ধতা চিরে জীবনের ক্রুদ্ধ রিরংসা
সমতলে অথবা পাহাড় চুড়ায় অসম্পূর্ণ এক জীবনের ডাক
আকাশে আকা মলিন এক নীল চাঁদ
মাঝরাতে চরাচর যখন নি:সঙ্গতায় ডুবে
ছুটে চলা
জীবনের উল্লাসে জীবনের বোধ ক্ষয় করে
ছুট ছুট
গুড়ো হয় গাছের পাতা, ঝর্না, পাথর কুচি, মাটি
ঘুমে ; স্বপ্নে ছুটে ছুটে চলা
অবিরাম ছুটে চলা
ছুট ছুট
নি:শ্বাসে ক্ষয়া আত্মার রেশ
বনের গহীনে চঞ্চল শব্দের হল্লা
পুরোনো পৃথিবীর মায়ায় অনাক্রান্ত
রক্তে উত্তরাধিকারের চিরচেনা গান
ঝোপঝাড়ে, ভূতুড়ে গাছের ম্লান ছায়ার বনে মসৃন আলো
প্রতিকাব্য : এখনো লেখা হয়নি
***চাঁদ নীলের কৃতজ্ঞতা স্বীকার "সব্যসাচী প্রসূন"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।