আমাদের কথা খুঁজে নিন

   

জবাবদিহিতা উত্তরাধিকারের কাছে

জবাবদিহিতা উত্তরাধিকারের কাছে আমার হাতে আজ নেই কোন সোনার কাঠি নেই কোন রূপোর কাঠি নেই কোন পরশপাথরের যাদু যা দিয়ে দূর করতে পারি – আজকের সমাজের সকল অব্যবস্থাকে পুঁজিবাদীদের ঘুমন্ত বিবেককে ঘুষখোর আমলাদের ঘুসের নেশা মজুদদার আর কালোবাজারিদের বিবেকহীনতা ধর্ম ব্যবসায়ী কিছু মৌলবাদীদের ধর্মান্ধতা আমারই ড্রাগ এডিক্ট সন্তানের ড্রাগ নেয়ার নেশা পিম্পরূপী কিছু দালালদের অশ্লীল নোংরা মানসিকতা পেটের দায়ে বেশ্যা হয়ে যাওয়া কিছু নিশিকন্যার দেহ-বেচা বন্ধ করা কিংবা পাপাচারী কিছু নোংরা মানুষগুলোর নারীদেহ কেনার বাসনা রোধ করা দানব-রূপী ট্রাক কিংবা বাস ড্রাইভারগুলোর স্পীডের রাশ টেনে ধরা হঠাৎ করে হওয়া অহংকারী কিছু বড়লোকদের গরিবের প্রতি করুণা দৃষ্টি বড় বড় বিবি সাহেবদের তুচ্ছ কাজের লোকের গাঁয়ে লাথি ঝাঁটা ঈর্ষা আর হিংসার বশবর্তী হয়ে অপরের ক্ষতি সাধনের ইচ্ছাগুলি কিংবা লোভ নামক এক কুটিল রিপুর হাত থেকে মানুষের মুক্তি। অথচ সমাজ বদলে আসলেও কি দরকার হয় একটি সোনার কিংবা রূপোর কাঠি? কিংবা পরশ পাথর নামক সোনার হরিণের অপেক্ষায় কি দিন গুনতে হয়? আমরা কি পারি না করতে এ সমাজের একটু পরিবর্তন আঘাত হেনে ভেঙ্গে দেয়া যায় না কি সমাজের সকল চলমান এহেন অব্যবস্থা সবই সম্ভব, হায় শুধু যদি মনে থাকে একটু সদিচ্ছা। আর না হয় কোন একদিন দেখা যাবে কালোবাজারি আর মজুদদারের গুদাম লুটে নেবে সব ক্ষুধার্ত মানুষের দল পাপের পঙ্কিলতার আগুন বরফ চাপা দেবে আমাদেরই উত্তরসূরির দল তাঁরা একদিন গড়বে আমাদের দেশেই এক নতুন সমাজ পাপ-মুক্ত একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা; তাঁরা কিন্তু বসে থাকবে না কোন পরশপাথরের আশায় যখন বিবেক জাগ্রত হয়ে পরিণত হবে সোনার কাঠিতে বিবেকের দংশনের আগুন জ্বালিয়ে নিজের হাতে গড়া তাঁরা তাঁদের মতন গড়ে তুলবেই এক নতুন স্বপ্নের দেশ এক নতুন সোনার বাংলাদেশ। তবে আজ কেন আমাদের হাত বাঁধা, পা বাঁধা, মন বাঁধা আমাদেরই বিবেকের কাছে হায় কেন আমাদের বিবেক জাগ্রত হয় না সময় মত ঘুমিয়ে আছি আমরা আমাদের মত আর আমাদের বিবেক হয়ে রয় মনের মাঝের এক হিজরে যাতনার মত। আজ আমি আমার বিবেক জাগ্রত করি নি তাই আমি পারি নি বদলাতে মানুষগুলোকে কিংবা মানুষের মনের কু-বাসনাগুলোকে কাপুরুষ হয়ে জীবন কাটিয়ে যাচ্ছি কোনমতে দুমুঠো আহার, দুটি ভালো কাপড়, একটু শিক্ষার আলো জীবন চলে যাচ্ছে জীবনের মত, আর কি চাওয়ার আছে জীবনে? মনে মনে ভেবে যাই অল্প কিছু দিনই তো আর বেঁচে থাকা চলুক না এভাবেই আমিও না হয়ে হয়ে থাকি ঈশ্বরের মত নির্বাক অবলীলায় যে দেখে যাচ্ছে তার শ্রেষ্ঠ সৃষ্টির বিনাশ। কিন্তু কখনো আমারই সন্তান যদি আমাকেই প্রশ্ন করে বসে- “কেন তুমি ছিলে সেদিন নির্বাক কেন সেদিন করনি তুমি প্রতিবাদ?” কি জবাব দেব তার – “কখনো আমাদের ভাবনায় এসেছে কি?”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.