আমরণ ভালোবাসা
একা আমি,জেগে আমি
নিঝুম রাতের,অন্য আধারে।
তারা ভরা,অমাবশ্যার রাতে
তোেক আঁকি,তারাদের মাঝে।
আকাশের বুকে,তোকে পাই
অন্ধ জীবনের,আমরণ ভালোবাসাতে।
খসে পড়া,জীবনের তারাটা
নিয়তির আপোসে,পেতে চাই।
অতীতের সব,স্মৃতির করুণাকে
ভালোবাসার ত্যাগের,অশ্রুতে সব।
হয়ত নয়,ফিরবে আবার
আমার সাথে,তোর ভালোবাসায়।
তোর আশায়,অপলকে থাকব
শত রাতের,নির্ঘূম চোখে।
আমরণ ভালোবাসাতে,অেপক্ষায় রইব
তোর জন্য,স্বর্গের দ্বারে।
তুই ফিরবি, আমার জীবনে
অশ্রু মুছে,নতুন করে।
বাধ ভাঙ্গব,তোকে নিয়ে
কষ্ট কান্নাকে,বিকারহীন মুছে।
পাড়ি দিব,তোর সাথে
জীবনের সুখগুলোকে,সাথে লয়ে।
বুকের গভীরে,তোকে রাখব
আমরণ ভালোবাসাতে,অনন্ত প্রতিজ্ঞাতে।
আমরণ ভালোবাসব,শুধু তোকে
সুখের পৃথিবীকে,উজাড় করে।
আমরণ ভালোবাসব,শুধু তোকে
সকল ঝড়ের,আশ্রয় হয়ে।
আমরণ ভালোবাসব,শুধু তোকে
যত দূরে,যেখানেই ভুলে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।