আমরণ পেনশন থেকে তুমি বঞ্চিত হলে.............
শাফিক আফতাব..............
আামি তোমাকে কত করে বোঝার চেষ্টা করিছিলাম
আপাতঃ বিরোধকে বোঝানোর চেষ্টা করিছিলাম
বোঝানোর চেষ্টা করেছিলাম__এটাই পৃথিবীর শেষ বিন্দু নয়
জীবন এখানেই শেষ নয়
জীবনই হলো একমাত্র ব্যাপক সমুদ্র
তুমি আমার কথাকে হাওয়ায় উড়িয়ে দিলে
কতগুলো লোকের সামনে আমাকে পাত্তাই দিলে দিলে না।
আমি তোমাকে তাই বোঝানোর চেষ্টা করি না
প্রতিদিনের নগদ মুজুরী তোমাকে দেই
তোমার সাথে পারতপক্ষে আমি আর কোনো কথাই বলি না
কেনো না কথা বললেই বিরোধের সম্ভাবনা
তারচে বরং প্রতিদিনকার নগত মজুরী নিয়ে যাও
আমার কারখানা দেউলিয়ার দায়ে কখন সিল হয় হোক
তোমার ন্যায্য পাওনা তুমি নিয়ে যাও
স্বায়ত্তশাাসিত চাকরির মতোন একবারে যা পাবে নিয়ে যাও
আমরণ পেনশন থেকে তুমি বঞ্চিত হলে.............
০৭.১১.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।