আমাদের কথা খুঁজে নিন

   

প্রশ্নের কেন শেষ নেই?

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে কখনো কি মনে হয়, ভালবাসার গল্পগুলো কাব্যিক নয় কেন? মনে হয়,ঠায় দাঁড়িয়ে থাকা এক আগন্তুকের মতোই ভালবাসা কে, ভালবাসার পাওয়া-না পাওয়া ইমারত কীর্তিকে। কখনো কি মনে হয়, এইসব ভালবাসা নিছকই ছলনা? নিছকই বাড়াবাড়ি এই মুহুর্তে যখন বেলা অবেলায় আমার দম ফুরিয়ে যায় বিশ্বাস-অবিশ্বাসে? মনে হয়,নিছকই ছলনা, আবার মনে হয়,এটাই জীবন যখন পরশ লাগে এই প্রাণে ভালবাসার আলিঙ্গনে। কখনো কি মনে হয়, না পাওয়াই ভাল? না ছোঁয়াই ভাল? মনে হয়,আবার সমুদ্রের গর্জন কিংবা বৃষ্টির জল দেখি মনে হয়, এবার প্রশ্নের শেষ হবে ভালবাসার আলিঙ্গনে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।