আমাদের কথা খুঁজে নিন

   

একটি প্রশ্নের উত্তর চাই...

ভালবাসি ঘুরে- বেড়াতে, তাই বার বার ফিরে যাই প্রকৃতির কাছে...

আসসালামুআলাইকুম। প্রিয় পাঠক, আমার জীবনের প্রথম ব্লগেই একটি রাজনৈতিক ব্যাপার নিয়ে মন্তব্য করায় কেউ আবার ভাববেন না যে, আমি একজন রাজনীতিবিদ। কিন্তু এই প্রশ্নটি আমার মাথায় গতকালই তৈরি হয়েছে। গতকাল সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিনের মতো পত্রিকায় চোখ রেখে নিত্যদিনের মতো গতানুগতিক খবর পড়ে আমি যখন ত্যাক্ত, বিরক্ত; তখনই চোখ পড়ল পাঠক জরিপের উপর। গতকালের(২১/ ০৮/ ২০১০ ইং) "বাংলাদেশ প্রতিদিন‍‌" পত্রিকার পাঠক জরিপের প্রশ্ন ছিল 'বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেড় বছরে এ সরকার জাতির জন্য কিছুই করতে পারেনি।

তাদের ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। আপনি কি সমর্থন করেন?' তো আমি এই জরিপের ফলাফলের জন্য অপেক্ষায় ছিলাম। আজকে(২২/ ০৮/ ২০১০ইং) উক্ত জরিপের ফলাফল ছিল- ৪৩৯ জন পাঠকের মধ্যে হ্যাঁ=৮৬.৭০%, না=২.১৭% ও মন্তব্য নেই=১১.১৩%। এখন আমার প্রশ্নটি হচ্ছে যদি সরকার ক্ষমতা ছেড়ে দেয়, তাহলে ক্ষমতা নিবে কে? নতুন যে ক্ষমতায় আসবে জাতি তার কাছ থেকে কতটুকু প্রত্যাশা করতে পারে? আমার মনে হয় এ প্রশ্নটি শুধু আমার নয়, এ প্রশ্নটি আপনারও... যেহেতু ইহা আমার জীবনের প্রথম পোস্ট সেহেতু সকল প্রকার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলিয়া আমি আশা করি। ভাল লাগিলে মন্তব্য করিতে দ্বিধা করিবেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.