লেখিতে এবং পড়িতে ভালবাসি। রক্তের ভেতরে রক্তের আলোড়ন বুকের ভেতরে বাড়ছে স্পন্দন। শিহরণে জমেছে মধুর আলিঙ্গন মিলনের উৎসবে ঘটুক বিবর্তন। নয় নীরবতার দেয়ালে বারণ দৃঢ় ভালবাসায় গড়ো বাঁধন। তুলে নাও আড়াল আয়োজন ছুঁয়ে যাও হৃদয়ের প্রয়োজন। চেনা পথ অচেনা উৎসব অজানা কেন জানা অনুভব। ভুলে চাওয়া পাওয়ার বিভাজন রক্তে তুলি রক্তের অনুরণ। হৃদয় ডাকে দাও আহবান ভেঙ্গে জড়তা, ভুলে পিছুটান। আবেগে শরীরে করো সন্তরণ সুখের স্নানে হৃদয়ে অবগাহন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।