বাংলা আমার মায়ের ভাষা,
একুশ আমার মান।
প্রতি বছর তাই দিয়ে যাই,
একুশের সম্মান।
মায়ের ভাষার তরে যারা
দিয়ে গেছে প্রাণ,
শ্রদ্ধার সাথে হৃদয়ে দিই
সেই শহীদের স্থান।
ফেব্রুয়ারীর একুশ তারিখ,
যাদের রক্তে গড়া।
বিশ্ব তাদের স্মরণ করে,
দিয়ে ফুলের তোরা।
আন্তর্জাতিক ভাষা দিবস,
যাদের রক্তে কেনা।
কি দিয়ে শোধাবো মোরা?
সেই শহীদের দেনা।
রাখতে যারা বাংলার মান,
দিয়েছে জীবন, রেখেছে মান,
ধন্য মোদের বঙ্গ সন্তান,
বিশ্বে আজি তোমরা মহান।
মোহাম্মদ সহিদুল ইসলাম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।