আমাদের কথা খুঁজে নিন

   

রক্তে ভেজা একুশ...

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।"

(এই ব্লগে একটা পোষ্ট থেকে জানতে পারলাম আবদুল আউয়াল নামে আরও একজন ভাষা সৈনিক আছেন যার কথা আমরা কেউ জানিনা।তৎক্ষনাৎ তার স্মৃতির উদ্দেশ্যে কিছু লিখতে চেষ্টা করলাম) সেদিন কৃষ্ণচুড়ার লাল আর ছোপ ছোপ রক্তের লাল মিশে একাকার.. রাজপথে বুকের তাজা খুন বিসজর্ন দিল বাংলার দামাল তরুণ মায়ের ভাষা যে কেড়ে নিতে চায় পশ্চিমা হানাদার ! সালাম বরকত রফিক জব্বার সেইসব অকুতোভয় বীর, সেদিন যাদের চেতনায় নজরুল,কন্ঠে রবিন্দ্রনাথ প্রেরণায় ছিল তিতুমীর। সেদিন এক রিকসা শ্রমিক টুংটাং শব্দে খেপ মারতে যায়নি হয়তো ঘরে ছিল তার অনাহারী জায়া-জননী.. কিনতু তাহার রক্তে লাগিল আগুন চেতনায় উঠিল ঝড় কালবৈশাখি উত্তাল.. "রাষ্ট ভাষা বাংলা চাই ! বাংলা চাই !! চিৎকার করতে করতে ঘাতকের বুলেটে সঁপে দিল প্রাণ; চির উন্নত শির ভাষার দাবিতে লড়াকু বীর ঢাকার রিক্সাওয়ালা আবদুল আউয়াল । আজ সকল ভাষা শহীদের তরে জানাই বিনম্র সালাম- তোমরা মরেও অমর শহীদ মিনারে দাঁড়িয়ে তার সাক্ষ্য দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।