শঙ্খচিলের ডানায় ভেসে যাচ্ছে উড়ে দেশ এই জগতে এমন দেশের হবে নাকো শেষ। উড়ে উড়ে সুদূর দুরে যাচ্ছে বহুদূর মাছরাঙ্গারা ছুটছে পিছে একই সুরাসুর। ভযের চোটে কাঁপছে স্বদেশ, কাঁপছে জগদ্দল শেয়াল গুলো গর্তে ঢুকে কাঁপছে অবিরল। বাঘেরা সব গর্জে উঠে গভীর অরন্যে ভয়ে তাদের কাঁপছে হাটু সত্য কথনে। ভাসছে স্বদেশ আকাশ-পাতাল সব ছাড়িয়া তুচ্ছ মাতাল, উদীয়মান স্বদেশে আজ অন্ধকারের ঢেউ, মুক্ত ভাবে চিন্তা করার স্বদেশে নাই কেউ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।