দলীয় ৪ রানে প্রথম উইকেটের পতন। এরপর ব্যাট হাতে সাকিব আল হাসান ও তামিম ইকবালের ঝড়। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে চড়েই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ ৭ উইকেটে ১৬৮ রান তুলেছে বাংলাদেশ।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু চতুর্থ বলেই সাজঘরে ফেরেন ব্যক্তিগত ২ রানে থাকা শামসুর রহমান।
দ্বিতীয় উইকেটে ৮২ রানের জুটি গড়েন তামিম ও সাকিব। ২৮ বলে ৪০ রানের ঝোড়ো এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন সাকিব। তাঁর ইনিংসটি সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে। তামিম ফেরেন ৩০ বলে ৪০ রান করে। তাঁর ইনিংসটিও সাজানো ছিল ছয়টি চার ও একটি ছয় দিয়ে।
সাকিব-তামিমের নৈপুণ্যে ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৯৯ রান। হাতে তখনো নয়টি উইকেট। এরপরও বাংলাদেশের সংগ্রহটা দুই শ বা এর কাছাকাছি না হওয়ার কারণ দ্রুত উইকেটের পতন। সাকিব ও তামিমের বিদায়ের পর কিছুটা সফলতা পেয়েছেন কেবল নাসির হোসেন (২৭)। অধিনায়ক মুশফিকুর রহিমের সংগ্রহ ১৭ রান।
জিম্বাবুয়ের সফলতম বোলার প্রসপার উতসেয়া। ১৫ রান দিয়ে দুটি উইকেট শিকার করেন তিনি।
আজ দুটি পরিবর্তন নিয়ে খেলছে বাংলাদেশ। দলে এসেছেন মমিনুল হক ও রবিউল ইসলাম। অন্যদিকে, বাদ পড়েছেন জিয়াউর রহমান ও সাজিদুল ইসলাম।
গত ম্যাচের মতো আজও দলে মোহাম্মদ আশরাফুলের জায়গা হয়নি।
দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০-তে পিছিয়ে। গতকাল শ্বাসরুদ্ধকর এক ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৬ রানে হেরে যায় মুশফিকুর রহিমের দল। সিরিজ হার ঠেকাতে হলে আজ সফরের শেষ ম্যাচে জয় পেতেই হবে বাংলাদেশকে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।