মানুষকে নতুন কিছু জানাতে পারলে ভাল লাগে ....
এতদিন শুধু ছবিতে দেখেছি আর গল্পেই পড়েছি আর শুনেছি .... আজ আমরা একটা সত্যিকারের উড়ন্ত গাড়ি ( ফ্লাইং কার ) এর গল্প শুনবো ....
আজ সকালে দৈনিক যায়যায়দিন এ পড়লাম ... তাই আপনাদের সাথে শেয়ার করলাম ..
ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ি শিগগিরই সায়েন্স ফিকশনের জগত থেকে বাস্তবে চলে আসতে পারে। লন্ডনের মোলার ইন্টারন্যাশলের একটি টিম একটি ফ্লাইং কার বা উড়ন্ত গাড়ির ডিজাইন করেছেন। তারা এ গাড়ির নাম দিয়েছেন " অটোভোলানটর " ।
দুই লাখ পাউন্ডের ফেরারি ৫৯৯ জিটিবি মডেলের আদলে এ গাড়ির ডিজাইন করা হচ্ছে। টিমটি দাবি করেছে, দুই বছরের মধ্যে এ গাড়িটি বাজারে আসতে পারে।
টিমের সদস্যদের মতে, এ গাড়িটি হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড়তে সক্ষম হবে। গাড়িতে আটটি থ্রাস্টার থাকবে যা বাতাসকে নিচের দিকে চাপ দিয়ে এটাকে ওপরে উঠতে সহায়তা করবে। থ্রাস্টারের ছিদ্রের ধাক্কায় গাড়িটি সামনের দিকে অগ্রসর হবে।
এ গাড়িটি রাস্তায় ঘন্টায় ১০০ মাইল গতিতে এবং উড়ন্ত অবস্থায় ১৫০ মাইল গতিতে চলতে সক্ষম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। প্রধান পরিকল্পনাকারীর নাম ব্রুস কালনিনস বলেন, গাড়িটির দাম পাঁচ লাখ পাউন্ড হতে পারে।
সূত্র : দৈনিক যায়যায়দিন / জি নিউজ
আশা করি আপনাদের মজাদার সব উত্তর পাবো .... গাড়িটি পেলে আপনি কি করতেন ?? কার কি শখ আমাকে জানান ....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।