যুদ্ধাপরাধীদের বিচার চাই
আমার একটা পরী আছে...
কি পাঠক, গপ্পো মনে হচ্ছে??
আপনাদের এই এক সমস্যা। সবকিছুকেই গপ্পো ভেবে বসেন। আপনাদের মনটা অবিশ্বাসে ভরা। তাই প্রথমেই বলে নিচ্চি, বিশ্বাস না করলে আর স্ক্রল করার দরকার নাই। যারা বিশ্বাস করেছেন, চলেন আরেকটু আগাই..
সেই পরীর সে কি রূপ! আবার সে উড়তেও পারে!! সে প্রতিদিন আমার কাছে আসে (অবশ্যই নির্জনে)।
তারপর কতো গপ্পো করে আমার সাথে। কেউ শুনতে পায় না আমাদের কথা... কেবল সে আর আমি ছাড়া।
...তারপর আমরা চড়ি উড়ন্ত ঘোড়ার পিঠে। উড়ে বেড়াই দ্যাশ-বিদেশে।
আমি সত্য, আমার পরী সত্য।
আমার পরী নিজেই বলেছে সে সত্য। বাকি সব মিথ্যা। আর বলেছে যারা আমার কথা বিশ্বাস করবে না, তাদের পাপ হবে!
তারপরও বিশ্বাস হচ্ছে না??? আপনি কি প্রমাণ করতে পারবেন পরী আমার কাছে আসে না??
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।