চলো এগিয়ে যাই
পশ্চিমা বিশ্বের পর এবার ভারতের উদ্ভাবকেরাও ‘উড়ন্ত গাড়ি’ নামানোর কথা ভাবছেন। এই গাড়ি সড়ক ও আকাশপথে সমানভাবে চলতে পারবে বলে উদ্ভাবক প্রকৌশলী এ কে বিশ্বনাথের দাবি। এই ‘উড়ন্ত মারুতি’র একটি নমুনা রাখা হয়েছে ‘অ্যারো ইন্ডিয়া ২০১১’ শীর্ষক উড়োজাহাজ প্রদর্শনীতে। ভারতের দক্ষিণাঞ্চলীয় নগর বেঙ্গালুরুতে চলছে এই প্রদর্শনী।
ওই উড়ন্ত মারুতির চারটি ডানা থাকবে।
গাড়িটি রাস্তায় তো ছুটবেই, প্রয়োজনে উড়াল দেবে আকাশে। এক উড়াল দিয়ে যানজট পার হয়ে যাবে।
উদ্ভাবক বিশ্বনাথ সাংবাদিকদের বলেন, চমক তো থাকছেই। আর দশটা মারুতির মতো রাস্তায় হাঁকানো যাবে তাঁর উদ্ভাবিত ওই নতুন মারুতি। ওই উড়ন্ত মারুতি কখনো গাড়ি, কখনো বা ছোটখাটো উড়োজাহাজ হবে।
হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড়তে পারবে ওই মারুতি।
বিশ্বনাথ বলেন, অনেক সাধনার পর সফলতার মুখ দেখেন তিনি। অন্তত ২৫ লাখ আকার ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে জটিল গবেষণা চালিয়েছেন। অনেক তত্ত্ব ঘাঁটতে হয়েছে। ১৬ বছর ধরে গবেষণা করে অবশেষে গাড়িটির মূল নমুনা তৈরি করতে সক্ষম হন তিনি।
উদ্ভাবকের ভাষ্য, তাঁর কাজে বিনিয়োগ করতে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে। তাঁদের সঙ্গে কথাবার্তা চলছে। তবে পাকা হয়নি এখনো। বিশ্বনাথের এই প্রকল্পে অন্য বিশেষজ্ঞরাও কাজ করছেন।
ওই প্রকল্পের বিশেষজ্ঞ বি এন রঘুকুমার বলেন, ‘আমি এই প্রযুক্তি সম্পর্কে আরও জানার জন্য কাজ করছি।
’
১৯৩০ সালে এ ধরনের গাড়ির প্রথম মূল নমুনা তৈরি করা হয়। এর পর থেকে বিভিন্ন দেশে এ প্রযুক্তি উন্নয়ে নানা গবেষণা করা হচ্ছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।