আমাদের কথা খুঁজে নিন

   

কালবৈশাখী ঝড়

স্বপ্নবাজ। একটা রাতের রংধনুর স্বপ্ন দেখি...। -কিঙ্কর আহ্সান কালবৈশাখী ঝড় -কিঙ্কর আহ্সান জানিনা, কোন সে ঝড়ো হাওয়া বয়ে যায় কালবোশেখের মত, কাকতাড়–য়ার বুক ছুয়ে,একটুখানি নুয়ে ছুয়ে যায় ধান,ধানের শীষ, কালো অলুক্ষুনে কাক,চড়াই কিংবা সোনালী কোর্তা গায়ে যুবক রোদ্দুর,হেটে বহুদুর লাজুক কিশোরীর পায়ের পাতায় দিয়ে চুমু- করে পান ধুতুরার তেতো বিষ। জানিনা, হায়,ভালোবাসায় এমন কেন হয়,সামান্য কালবোশেখের ঝড় কাছের মানুষকে করে দেয় দুর, নিমিষেই করে দেয় পর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।