আমি একজন খারপ হলেও ভাল মানুষ.........
ঐ দেখো ঐ ঈশাণ কোণে
রুদ্র যোগী আছেন ধ্যানে
তপস্যাতে নিমগ্ন সে
সুর নেই তাই পাখির গানে।
কঠিন মাটির বুকে আজি
তপ্ত মরুর ক্রন্দন বাজি
তৃষিত ভূবন ঝড়ের আভাসে
আপন মনে উঠিছে নাচি।
আমের মুকুলে ফাগুনের গান
থেমে গিয়ে সুর হয় নিষ্প্রান
শিল্পির তুলিতে নেই কোন রং
কবির কাব্যে নেই তাই প্রান।
প্রখর রবির তীব্র তেজে
শান্ত প্রকৃতি উঠল তেতে
বৈশাখী সাজে সাজবে বলে
ধীর নদী তাই বহিছে বেগে।
ধুলোর জোয়ারে মেঘের সায়রে
আসিতেছে কে তীব্র বেগে
চন্ডালী রুপে আসছে ধেয়ে
ধবংস লীলায় উঠবে গেয়ে
আকাশেতে আজ তার রুপ রাশি
ব্জ্র গর্জনে উঠিছে ডাকি
আসছে এ যে
কালবৈশাখী.....।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।