আমাদের কথা খুঁজে নিন

   

নওগাঁয় কালবৈশাখী ঝড়ে নিহত ১, আহত ২

নওগাঁর পত্নীতলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। এতে বোরো ধানের ক্ষয়ক্ষতিসহ বিপুল পরিমান গাছের ডালপালাসহ গাছ ভেঙ্গে পড়েছে। এ ঘটনায় গাছের ডাল ভেঙ্গে ও দেয়াল চাপা পড়ে দুইজন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে গতরাত রাত দেড়টার দিকে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত মোঃ রফিক জানিয়েছেন, রাত দেড়টার দিকে ঝড় ও শিলাবৃষ্টির সময় উপজেলার ব্যাংডোম এলাকায় নজিপুর-বদলগাছি মহাসড়কে গাছের ডাল ভেঙ্গে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারাত্মক আহত হন।

তাকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে পরদিন আজ সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

নহত শহিদুল জেলার মহাদেবপুর উপজেলার কুন্দনা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তিনি রাতে একটি ইসলামী জলসা শুনে বাড়ি ফিরছিলেন।

অপরদিকে উপজেলার আমাইড় ইউনিয়নের আমাইড় পূর্বপাড়া গ্রামের মৃত হরিন্দ্র চন্দ্রের ছেলে বীরেন্দ্র চন্দ্র (৫০) দেয়াল চাপা পড়ে এবং ধামইরহাট উপজেলার কাজিপুর গ্রামের মনসুর আলীর ছেলে হযরত আলী (৭০) গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হয়েছেন।

আহতদের রাতেই উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে বীরেন্দ চন্দ্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সকালে রাজশাহী মেডিকেল কলেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর অপর একজন পত্নীতলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরে উপ-পরিচালক এস, এম নুরুজ্জামান মন্ডল জানিয়েছেন, পত্নীতলা উপজেলায় তুলনামুলক ভাবে ঝড় ও শিলাবৃষ্টি হলেও বোরো ফসলের তেমন কোন ক্ষতি সাধিত হয়নি। যেটুকু ক্ষতি হয়েছে তা পরবর্তীতে পুরন হয়ে যাবে বলে তিনি আশাবাদী।  



সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.