রূপগঞ্জে কালবৈশাখী ঝড়ে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির কারনে মানুষের ঘরবাড়ি, গাছের আম ও ইরি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাব, বরাব, মৈকুলি, খাদুন, রূপসী, যাত্রামুড়া, দীঘিবরাব, পবনকুল, গন্ধবপুর,কর্নগোপ, ভুলতা, গোলাকান্দাইল, রূপগঞ্জ,কায়েতপাড়া, টানমুশুরি, দাউদপুর কাঞ্চন, নগরপাড়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া প্রচন্ড কালবৈশাখী জড়ের সঙ্গে প্রচুর শিলা বৃষ্টির কারনে অনেক মানুষের টিনের ঘরের চাল ছিদ্র হয়ে গেছে। ঘরের জানালার কাঁচ ভেঙ্গে গেছে। আম ও প্রায় ২০ হেক্টর জমির ইরি ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ এর খুটি ভেঙ্গে পরায় টানা ১৫ঘন্টা বিদ্যুৎ বন্ধ ঠিল।
তারাব এলাকার হাজী দায়েন মোল্লা বলেন, আমার বয়স বর্তমানে ৫৫বছর। আমার জীবনে এমন শিলাবৃষ্টি আর কখনো দেখি নাই। শিল পড়ে আমার বারটি টিনের ঘরের চাল সস্পূর্ন নষ্ট হয়ে গেছে। হাটিপাড়ার শাহজাহান ভুইয়া বলেন, আমার ৪টি দোকান ঘরের চাল শিল পড়ে সম্পুর্ণ নষ্ট হয়ে গেছে।
এ ছাড়াও ৫/৬ ট আম গাছে প্রচুর আম ছিল তা সম্পূর্ণ ঝরে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।