আমাদের কথা খুঁজে নিন

   

টিপাইমুখ বাধঁ অবশ্যই চাই.... বিরুদ্ধবাদীদের উদ্দেশ্যই প্রশ্নবোধক????

স্বপ্নের সাথে বসবাস গতকয়েকদিন ধরেই নব্য-দেশপ্রেমিকদের ম্যতকারে আর বাচা যাইতেছেনা....ওরা পারলে কিবোর্ড দিয়াই টিপাইমুখ প্রকল্প শেষ করে দিবে....!!! আমি কেন টিপাইমুখ চাই? কারন: ১) টিপাইমুখ প্রকল্প ভারতে হচ্ছে এবং তাই সেটা ওদের সম্পূন আভ্যন্তরীণ ব্যাপার...যাদের নদী তাদের মাথাব্যাথা....ওদের নদীর উপরে ওরা পয়:নিষ্কাশন প্রকল্প করবে না জলবিদ্যত প্রকল্প করবে সেটা তাদের ব্যাপার... আমাদের কাজ হচ্ছে নিজের দেশের বিদু্্ত নিয়ে নিজেদের কোন মাথাব্যাথা নাই, কিন্তুক প্রতিবেশীরা নিজেদের উন্নয়ন করবে তাও সহ্য হবেনা!!!!! ২) এই বাধঁ দিলে বন্যায় আর ভাসতে হবেনা। এবং সুবিধাবাদী মানবতাবাদী/সুশীল সমাজ বিশাল টাকার ত্রান তুলতে পারবেনা..(মানে তাদের এক্সট্রা ইনকামের দিন শেষ) ৩) ড্যাম বা ব্যারেজ থাকলে শুষ্ক মৌসুমেও আমাদের ভাটি অঞ্চলের কৃষকরা পর্যাপ্ত পানি পাবে....ফলে কৃষি বিপ্লব ঘটবে দেশে.....সোনার বাংলা ভরে উঠবে সোনায়...... ৪) এই বাধের বিরোধীতার মূলে হচ্ছে ষড়যন্ত্র..... এই আন্দোলনকারীরা সরকারকে বেকায়দায় ফেলতেই এসব নিয়ে উঠেপড়ে লাগছে....যা সরকারের যুদ্ধাপরাধীর বিচারের মত কঠিন সব সাফল্য নসাৎ হয়ে যাচ্ছে.. ৫) ভারত এমন কিছুই করবেনা যাতে আমাদের কোন ক্ষতি হয়...তাদের প্রধানমন্ত্রী যেখানে আমাদের আশস্ত করেছে সেখানে এর বিরোধীতার মানে কি? ৬) এই বাধের বিরোধীতা করে আমরা কিন্তু পরোক্ষে ভারতকে খেপিয়ে তুলতেছি.....যার পরিণাম হবে ভয়াবহ...... ........................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.