আমাদের কথা খুঁজে নিন

   

ইসমাইল টিপু চিরদিনের জন্য অফলাইন হয়া গেলা??

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর চিরদিনের জন্য অফলাইন হয়ে গেল, দুনিয়া থেকেই অফলাইন হয়ে গেল, ব্লগ-ফেসবুকে থেকেও অফলাইন হয়ে গেল একেবারের জন্য ব্লগার টিপু। ইসমাইল টিপু বয়সে আমার বেশ ছোটই। ব্লগিং করতো আমাদের সাথেই। কি উচ্ছল ছিল তার প্রতিটি লেখা আর মন্তব্য। কিন্তু মাত্র ২২ বছর বয়সেই শেষ হল তার দুনিয়ার ইনিংস।

আমার মত তার এক অপিরিচিত বন্ধু থেকে থেকে জানলাম ছেলেটা কি পরিমাণ বন্ধুদের প্রিয় ছিল আর ছিল পরোপকারী। কেউ প্রথম তার সাথে চ্যাট করলে ম্যাক্সিমাম টাইম তার প্রথম রিপ্লাই ছিল, "kono somosha thakle bolo"। আর সেই ছেলের এতবড় সমস্যা কেউ কি আমরা জানতে চেয়েছি কখনো? আসলে সেই সুযোগই ছিলনা। সে সেটা আমাদের জানাতে চায়নি, কারন সে হয়তো যতদিন পৃথিবীতে থাকবে বলে ভেবেছিল ততদিন কাউকে কষ্ট দেবার চিন্তা করেনি। কেউ যেন তার জন্য ব্যথিত হয়ে থেকে আনন্দ নষ্ট না করে সেটা চেয়েছিল হয়ত।

যাহোক, মানুষ দুনিয়ায় আসেই চলে যাবার গ্যারান্টি নিয়ে। বিদায় মানুষকে দুনিয়া থেকে নিতেই হবে। তবে অপ্রত্যাশিত এবং এমন অল্প বয়সী তরুণের আমাদের ছেড়ে চলে যাওয়া সত্যিই বেদনাদায়ক। তার সাথে হয়ত আমার ব্লগেই পরিচয় বিভিন্ন মন্তব্যের সুত্র ধরে। বাস্তবে পরিচয় না হলেও তার জন্য চোখের জল ঝরছে অবিরাম।

প্রিয়জন হারানোর বেদনাকেও হার মানিয়েছে এই কষ্ট আর কান্না। নামের আগে লাগিয়েছিলে "নোবেলজয়ী", হয়ত সেটা তুমি জাতীকে এনে দিতেও পারতে যদি এভাবে চলে না যেতে। ভাল থেকো টিপু। তোমাকে হয়ত আমি,আমরা একসময় শত ব্যস্ততার মাঝে ভুলে যাবো। তবে এইযে কয়দিনের জন্য হলেও অনলাইনের লাখো অপিরিচত মানুষ তোমার জন্য এত ভালোবাসা আর দোয়া করছে সেটাও কম কিসে?? জয়তু ব্লগিং।

পড়ালেখা করতো- ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি এ বিবিএ তে। (২০১৪) কলেজ- ঢাকা সিটি কলেজ। (২০০৮) ব্লগে তার সর্বশেষ পোস্ট-ঈদের সালামি হিসেবে হইলেও একটু হেল্পান, উইন্ডোজ বুট নিচ্ছেনা সর্বশেষ মন্তব্য- নোবেলবিজয়ী_টিপু বলেছেন: পর্ব ১ আগে পইড়া আসি তাকে যে রোগ কেড়ে নিল সেটা নিয়ে তার নিজের লিখে যাওয়া লেখা। যেটা এতদিন কারো নজরে পড়েনি!! - ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন টিপুর ফেসবুক ঠিকানাঃ Ismail Tipu প্রিয় উক্তি- "আরেকটি 'গ্যাস চেম্বার' তৈরি করছি, যেখানে সব কাপুরুষদের আটকে হত্যা করব" "খোদার দুনিয়াতে খাইয়া-পইড়া চলতাছো,আবার এমপ্লায়ার কিরে?" তার ফেসবুক থেকে নেয়াঃ Ismail Tipu Turn away, If you could get me a drink Of water 'cause my lips are chapped and faded Gather all my things And bury me in all my favorite colors, My sisters and my brothers, still, I will not kiss you, 'Cause the hardest part of this is leaving you. Now turn away, But counting down the days to go It just ain't living And I just hope you know That if you say (if you say) Goodbye today (goodbye today) I'd ask you to be true (cause I'd ask you to be true) 'Cause the hardest part of this is leaving you 'Cause the hardest part of this is leaving you  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.