আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রকে হারালেই ওয়ানডে দলের স্বীকৃতি

বাংলাদেশ দলের বিশ্বকাপের স্বপ্ন আগেই শেষ হয়েছে। তবে ওয়ানডে দলের স্বীকৃতি আদায়ের সুযোগটা এখনো আছে। প্লে অফ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই বাংলাদেশের নারী ক্রিকেট দলের ওয়ানডে মর্যাদা নিশ্চিত। প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র আহামরি দল নয়। জাপান, জিম্বাবুয়ের মতোই ক্রিকেটে অনভিজ্ঞ।

সামর্থ্যরে প্রতি সুবিচার করতে পারলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দল জয়টা আশা করতেই পারে। জাতীয় দলের অধিনায়ক সালমা খাতুনও আশা করছেন জয়ের জন্য জানপ্রাণ দিয়ে খেলবে তার দল। বলেন,“আমাদের যা সামর্থ্য সে অনুযায়ী খেলতে পারলে জয় পাবো। আশা করবো সবাই নিজেদের সেরা খেলাটা খেলতে চেষ্টা করবে। ” বিসেএসপি দুই নম্বর মাঠে খেলা হবে।

গ্রুপ পর্বে জাপানকে ওই মাঠে ১০ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও হয়তো স্পিন কাজে লাগিয়ে বড় জয়ই তুলে নেবে স্বাগতিক শিবির। জাতীয় দলের ভারতীয় কোচ মমতা মাবেনও আশা করেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতেই ওয়ানডে দলের স্বীকৃতি আদায় করবে তার দল। বলেন,“যুক্তরাষ্ট্র যে মানেরই ক্রিকেটই খেলুক, প্রতিপক্ষ হিসেবে তাদেরকে হালকা ভাবে নিচ্ছি না। মেয়েরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় আসবে।

এই দলের সঙ্গে অবশ্যই আমাদের জেতা উচিত। ” ‘বি’ গ্রুপের তৃতীয় দল হিসেবে শীর্ষ চারের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্লে অফ ম্যাচ খেলে হেরে যায় বাংলাদেশ দল। যার ফলে শীর্ষ ছয় দলে থাকার জন্য ‘এ’ গ্রুপের চতুর্থ দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে হচ্ছে স্বাগতিকদের। অবশ্য এপর্বে হেরে গেলে সপ্তম স্থানের জন্য খেলতে হবে। তখন ওয়ানডে দলের স্বীকৃতি আদায়ের স্বপ্নও ধূলিসাৎ হবে।

বিকেএসপিতে অন্য প্লে অফ ম্যাচে খেলবে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড। এই দুটি দলই ওয়ানডে মর্যাদা সম্পন্ন। যে দলটি হেরে যাবে ওয়ানডে দলের মর্যাদাও হারাবে। অন্যদিকে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ম্যাচের কোন দলই ওয়ানডে মর্যাদা পায়নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.