যুক্তরাষ্ট্রকে আর বিশ্বাস করেন না আফগানিস্তান বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। ভারত সফররত আফগান প্রেসিডেন্ট শনিবার নয়া দিল্লিতে এ কথা বলেন। হামিদ কারজাই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখে এক কথা আর কাজে অন্য কিছু করার অভিযোগ তোলেন।
নয়া দিল্লির একটি স্থানীয় হোটেলে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, আমি তাদের বিশ্বাস করি না। কারজাই বর্তমানে তিনদিনের সফরে নয়া দিল্লিতে অবস্থান করছেন।
কারজাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তিটি করতে প্রাথমিকভাবে রাজি থাকলেও পরে বলেন, আফগানিস্তানে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের পরই কেবল চুক্তিটি স্বাক্ষর করা যেতে পারে।
হুমকি-ধমকি দিয়ে তাকে ২০১৪ সালের পরে আফগানিস্তানে মার্কিন সৈন্যের অবস্থান সংক্রান্ত দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি স্বাক্ষরে রাজি করানো যাবে না বলে প্রত্যয় ব্যক্ত করার পর কারজাই সাংবাদিকদের এ কথা বললেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।