আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রকে 'সভ্য প্রতিবেশী' হওয়ার আহ্বান কিউবার

যুক্তরাষ্ট্রকে 'সভ্য প্রতিবেশীর' মতো আচরণ করার আহ্বান জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট রাউল ক্যাস্ট্রো। প্রতিবেশী এ দুটি দেশের পরস্পরকে শ্রদ্ধা করাও উচিত বলে মনে করেন তিনি। গতকাল শনিবার এসব কথা বলেন রাউল।

তিনি বলেন, 'যুক্তরাষ্ট্র ও কিউবাকে পরস্পরের পার্থক্যগুলোকে সম্মান দেখানো উচিত'।

তিনি আরো বলেন,'সমাজতান্ত্রিক দেশ কিউবার কাছে যুক্তরাষ্ট্রের চাওয়া-পাওয়াগুলোর পরিবর্তন ঘটানোর দরকার।' এটা করা গেলে দুদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি পাবে বলেও মনে করেন কমিউনিস্ট দেশটির প্রধান।

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, 'আমরা যদি দ্বি-পাক্ষিক সম্পর্ককে জোরদার করতে চাই, তাহলে আমাদের পরস্পরের পার্থক্যগুলোকে সম্মান করা উচিত এবং আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসবাস করা দরকার। অন্যথায় আমরা আরো ৫৫ বছরের জন্য অপেক্ষা করব।'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.