আমার প্রিয় শামুর সকল ব্লগার বন্ধুরা যারা আমাকে অনেকদিন ধরে চিনেন ও জানেন তাদের সবাইকে একজন চরম ফাউল,নকলবাজ ,হিংসাকারী ও সবার কাছে ভণ্ড হিসেবে পরিচিত এক 'কুতুব' এর কাছ থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করছি। যিনি এই ব্লগে প্রতিদিন ঘুরাঘুরি করেন ও কারো কোন ভালো কাজ করতে দেখলে সেখানে খোঁচাখুঁচি শুরু করে দেন। যার নাম আইডি নাম শুনলেই বুঝা যায় তিনি কি ধরনের ব্যক্তি হতে পারেন! তিনি আর কেউ নন ,তিনি হলেন এই ব্লগের ব্লগার 'ঢাকার কুতুব'।
এবার আসুন দেখা যাক তাঁর কিছু কুতুবগিরির নমুনা-
এই 'ঢাকার কুতুব' আজ থেকে মাস তিনেক আগে সামু ব্লগারসহ আরও আরও অনেক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠা ফেইসবুকের একটি রেডিও ফ্যান পেইজে ( https://www.facebook.com/kokbd24) অন্য সবার মত যোগ দেন। কিন্তু যোগ দেয়ার কয়েকদিন এর মাথায় তাঁর বিরক্তিকর ও অপ্রাসঙ্গিক সব মন্তব্যর জন্য সেই পেইজের বন্ধুদের অনুরোধে সেখান থেকে বহিষ্কৃত হয়ে যান।
বহিষ্কৃত হওয়ার পরের দিনই তিনি ঐ ফ্যান পেইজের মত একটি পেইজ খুলে ঐ রেডিও পেইজের বন্ধুদের আমন্ত্রন জানাতে থাকেন। রেডিও পেইজ এর বন্ধুরা খুব অল্প সময়ে তাদের প্রিয় রেডিও পেইজের গানগুলোর লিঙ্ক সেখানে দেখতে পেয়ে ধরে ফেলে যে তিনি রেডিও পেইজ এর গানগুলিই চুরি করছেন। পরবর্তীতে প্রতিবাদের মুখে তিনি সেই পেইজ মুছে ফেলতে বাধ্য হোন। এর কয়েকদিন পর 'রেডিও বিজি ২৪' এর এক বন্ধু এই ব্লগে 'রেডিও বিজি ২৪' নিয়ে একটি লিখা পোস্ট করে। সেখানে প্রথম মন্তব্য করতে গিয়ে তিনি 'রেডিও বিজি ২৪' এর সম্পর্কে সব মিথ্যা কথা বলার কারনে ব্লগার বন্ধুদের তীব্র সমালোচনার মুখে পড়েন ( Click This Link) ।
এরপর সেই ব্লগার বন্ধু পরেরদিন কৃতজ্ঞতা মুলক আরেকটি লিখা প্রকাশ করে (Click This Link) । যেখানে সেই 'ঢাকার কুতুব' এর বিরক্তিকর কার্যকলাপ এর কারনে একজন নিরীহ ও ভদ্র এক ব্লগার এর বিরক্তি প্রকাশ পেয়েছে। বহিস্কার হওয়ার পরেও বিভিন্ন রকম ভুয়া আইডি নিয়ে 'রেডিও বিজি ২৪' এর ফ্যান পেইজে প্রতিদিন এই 'ঢাকার কুতুব' চুপিচুপি ঘুরাঘুরি করে। যার কারনে সেখানের এডমিন কে প্রতিদিন কোন না কোন ভুয়া আইডি কে চুপচাপ বহিস্কার করতে হয়। তবুও এই 'ঢাকার কুতুব' বেনামে ভুয়া আইডি ব্যবহার করে বারবার সেখানে হানা দেয়।
এই 'ঢাকার কুতুব' গত সপ্তাহে 'রেডিও বিজি ২৪" এর এডমিন এর ছবি ও মুল নাম ব্যবহার করে ফেইসবুকে নতুন একটি আইডি খুলে মেয়েদের বন্ধু লিস্টে যোগ করতে থাকে (https://www.facebook.com/fazlay.alahi)। পরবর্তীতে শত শত মানুষের রিপোর্ট এর কারনে ফেইসবুক সেই আইডিটি বাতিল / বন্ধ করে দেয় (https://www.facebook.com/fazlay.alahi)। তবুও এই 'ঢাকার কুতুব' এর কর্মকাণ্ড বন্ধ করা যায়নি। যার সর্বশেষ উদাহরণ হলো এই ৩ টি লিঙ্ক (http://prothom-aloblog.com/posts/58/144706) , (Click This Link) এই পোস্টে ব্লগার বন্ধুরা প্রতিবাদ করায় কমেন্ট নেয়া বন্ধ করে দেয় এবং (https://www.facebook.com/radioeasy24) যা স্পষ্টত হয় যে এটা 'রেডিও বিজি ২৪' এর নকল করার চেষ্টা। এই নকল এর উদ্দেশ্য কখনও ভালো হতে পারে না।
প্রিয় বন্ধুরা ,আমার এবং আমাদের কারো সাথে কোন রকম শত্রুতা নেই। আমার লিখা যারা নিয়মিত পড়ে থাকেন তাঁরা কেউ কোনদিন আমাকে কারো ক্ষতি বা হেয় করার কোন লিখা / পোস্ট পেয়েছেন বলে বলতে পারবেন? পারবেনা। কারন আমি কখনও কারো ক্ষতি চাইনি এবং চাইবো না। কিন্তু আজ এই 'ঢাকার কুতুব' কে নিয়ে লিখতে বাধ্য হলাম তাঁর কার্যকলাপ কারনে। একটা শিক্ষিত মানুষ যে এতো নিচু মনের হতে পারে তা এই 'ঢাকার কুতুব' কে দেখে বুঝলাম।
অথচ এই 'ঢাকার কুতুব' এর সাথে আমার ব্যক্তিগত কোন সম্পর্ক ছিল না এবং নেই। আমি এই ব্লগ ছাড়া এর আগে তাঁরে কোথাও দেখিওনি, কিন্তু এই মানুষটাই প্রতি নিয়তি শুরু থেকে এখন পর্যন্ত আমার ও আমার রেডিও ফ্যান পেইজের বন্ধুদের পেছনে লেগেই আছে। এর পেছনে তাঁর উদ্দেশ্য কি তাও জানি না। তাই আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে এই ফাউল,বিরক্তিকর অসুস্থ মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকবেন যাতে আমার মত বিব্রতকর অবস্থায় না পড়তে হয়। এই ধরনের হীনমন মানসিকতার মানুষ এর সাথে সম্পর্ক স্থাপন করলে বিপদে পড়তে পারেন।
কারন এরাই হলো প্রকৃত ভণ্ডের উদাহরণ।
আসুন সবাই হিংসা, বিদ্বেষ ভুলে আমাদের প্রিয় বাংলাদেশের সেরা ও হারিয়ে যাওয়া সম্পদ গুলোকে সারা বিশ্বে ছড়িয়ে দেই ( https://www.facebook.com/kokbd24) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।