যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। শুধু মানুষই নয় অন্য কোন জীবের দুঃখ দেখলেও আমার কষ্ট হয়।
অর্থাৎ কোন কীট,পতঙ্গের দুঃখ,কষ্টেও আমার প্রাণ আহুত পাখির মত ছটফট করে। তাই আমি যখন কোন দুঃখ,কষ্ট,জুলুম সৃষ্টিকারীকে দেখি ইচ্ছা করে তাকে দুঃখ দিয়ে বুঝাই যে দুঃখ অন্তরের কত গভীরে গিয়ে পৌছায়। কিন্তু আমি এমনই একজন পুরুষ যে কোন মশা,ছাড়পোকা,উকুনও মারতে পারি না। তবে যারা প্রাণের জন্য দুঃখ সৃষ্টি করে তাদের আমি চরম ভাবে ঘৃণা করতে পারি। শুধু তাদের আমি ঘৃণাই করিনা তাদেরকে আমার মতে শয়তান করে দেখি।
কারণ,আমার বিশ্বাস আল্লাহ আকাশ ও জমিনের মধ্যবর্তী যা কিছু সৃষ্টি করিয়াছেন তার মধ্যে নিকৃষ্ট সৃষ্টি হচ্ছে শয়তান। আর শয়তানের মূল ধর্ম হচ্ছে মানুষের জন্য দুঃখ সৃষ্টি করা। আর এই শয়তান আমি খুঁজে পাই আকাশের নীচে পৃথিবী নামক গ্রহে মানুষের মাঝে। প্রতিটি সংসারে,সমাজে,জাতীর মাঝে,সর্বস্হানে প্রকাশে এই শয়তান বাস করছে। আর নামজাদা শয়তান গুলো আমি চিনতে পারি প্রতিদিনকার পত্রিকা পড়ে।
প্রায় প্রতিদিন কার পত্রিকায় পড়া হয় খুন,হত্যা,ধর্ষণ,চোরি,ডাকাতি। আবার ঐ অপরাধীকে আইন-কানুন মোতাবেক রাখা হচ্ছে কারা ঘরে। আপনি কি জানেন ঐ কারা ঘর মানে কি?আমি জানি আইনের চোখে অপরাধীর শাস্তির স্হান। জেল,হাজত,মৃত্যু দন্ড। ওহঃ উহা ভাবতেই আমার প্রাণ থরথর কাঁপিয়া ওঠে।
জানি না,কোন হিংস্র ব্যাক্তি ঐ নিষ্ঠুর আইন তৈরী করেছেন। তবে,যে আইন দ্বারা মানুষের মৃত্যু দন্ড কার্যকর হয় সে আইনের প্রতি আমার বিন্দু পরিমান শ্রদ্ধা নাই। আমি বিশ্বাস করি সে আইন কোন আদম প্রাণীর সৃষ্টি নয়। অন্য কোন হিংস্র প্রাণীরই সৃষ্টি। আর যারা সেই নিষ্ঠুর আইন দ্বারা বিচার কার্য সম্পন্য করেন তারাও ঐ হিংস্র প্রাণীরই অনুসারী।
আমি জানি ও মনে প্রাণে বিশ্বাস করি প্রতিটি প্রাণের অন্তরালে স্রষ্টা বিরাজরত,হউক সে মানব জাতীর প্রাণ,কিংবা অন্য কোন জাতীর প্রাণ। আর প্রতিটি প্রাণজাতীর সুখ-দুঃখের মধ্য দিয়েই স্রষ্টা প্রাণীর সম সুখ-দুঃখ ভোগ করেন। আর যেহেতু স্রষ্টা সকল জীবের অন্তরে বাস করেন সেইহেতু প্রত্যেক জ্ঞ্যানী,মহা জ্ঞ্যানী,
দার্শনীক,বিজ্ঞ ব্যাক্তির উচিত মানব মুক্তির আইন তৈরী করা,আল্লাহকে দুঃখ মুক্ত রাখা। আপনারা কি পারেন না স্রষ্টাকে সন্তুষ্টির জন্য মানবের মুক্তি,কল্যানের জন্য আইন তৈরী করতে?। সকল প্রাণীর অন্তরে স্রষ্টাকে দেখার দৃষ্টি তরৈী করতে?।
মানুষকে শয়তানের ধর্ম পালন থেকে বিরত করতে?। জানি,আপনারা পারবেন না,কারণ,আপনারা যাকে অনুস্বরণ করছেন তিনি যেমন রক্ত দেখতে পছন্দ করছেন তেমনি আপনারা রক্ত ঝড়াতেও পছন্দ করেন। ফলস্বরুপ,আপনারা উভয়ই অন্ধ জাতিতে পরিণত হন। আর আপনারা অন্ধ বলেই তা জানেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।