আমাদের কথা খুঁজে নিন

   

অন্ধের দেশে আয়না ফেরি করি

যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি

অন্ধের দেশে আয়না বেচতে চেয়েছি, কী ভয়ানক মূর্খতা! মশাল জলে চুবিয়ে জ্বালতে চেয়েছি, কী ভীষণ অজ্ঞতা! স্বপ্নহীনের দেশে স্বপ্নের সওদা এনেছি, কানাকড়ি দিয়েও কেউ কেনেনি! আঁধার জনপদে আলো জ্বেলেছি, এতটুকুও আঁধার কাটেনি! তবুও ভাঙ্গা পাঁজরের ফাঁকে, তোবড়ানো গালে আশার দ্যুতিতে বন্ধ্যা বুকে স্বপ্ন বুনেছি, বুনেই চলেছি......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।