চলো আবার সবুজ গড়ি
রবীন্দ্র দাদা পারবেনা হতে
কোনোদিন মম সম
তুমিতো রয়েছ তোমারই তখতে
হয়েছ শ্রেষ্ঠতম
কত কথা সদা এঁকেছ আঁচড়ে
জীবনের গান গেয়ে,
বংগ হয়েছে ধন্য এমনই
অরূপ রতন পেয়ে।
শুনি কেহ বলে সাহেবের পদে
লুটাইয়াছ তব ধ্বনি
তাহাতে কি? আমরাতো তব
প্রতিভাই শূধু গুনি।
পথকি বলো সবে খুঁজে পায়?
হাজারো পথের মাঝে...
সাহিত্যে তুমি চির মহিয়ান
সন্দেহ আছে কাজে।
থাকুক তাহা পড়িয়া সেখানে
মন্দতে ভালো থাকে।
আমিতো নতুন যাচিয়া খুজিহে
গুরু মানিবোনা তাঁকে।
অন্ধের মত দেখিতে চাহিনা
কাউকে দেবতা করে...
ভালো যাহা আছে ভালোইতো তাহা
মন্দকে দেব ধরে।
১২/০৮/০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।