লিখিতে শিখিতে চাহি
এটি আমার খুব প্রিয় একটি সমস্যা :
একজন অন্ধ লোককে ৫২ টা তাস ধরিয়ে দেয়া হল। এবং তাকে বলে দেয়া হল যে, এই ৫২ টা তাসের মধ্যে ঠিক ১০ টা তাস ওল্টানো (মানে, এদের চেহারা উপর দিকে) অবস্থায় রাখা আছে। এই ১০ টা তাস আবার বাকি ৪২ টার মধ্যে ওলট পালট করে (শাফল করে) মেশানো আছে।
এখন, অন্ধ লোকটাকে বলা হল, তুমি এই তাসগুলোকে দুটো আলাদা স্তুপে ভাগ করে দাও যেন, দুটি স্তুপে "ওল্টানো" তাস এর সংখ্যা "সমান" হয়। তবে, দুটো স্তুপে মোট তাসের সংখ্যা সমান নাও হতে পারে।
অন্ধ লোকটি তাস স্পর্শ বুঝতে পারে না যে, এটি ওল্টানো নাকি স্বাভাবিক অবস্থায় রাখা আছে।
এখন, লোকটি অন্য কারো সাহায্য না নি্য়ে কেমন করে কাজটি করবে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।