যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। শুন জাতী ভাই,
মোদের জাতীয় পতাকা
আছে যতদিন।
ভালবেসো তুমি তাকে
উৎসর্গ করে প্রাণ ।
তবেই শুভা পায়
বাংলা তুমার কণ্ঠে।
আর,বাংলা ভুলে অন্য
ভাষার কদর করে যারা ।
ওদের কেড়ে লও কণ্ঠ,
উচ্ছেদ কর দেশ থেকে।
ওরা দেশ দ্রোহী,
ওরাই দেশের শত্রু।
ওদের কবর হোক
ভিন সেই দেশে।
তবে,কেন রে জাতী
খুর তার কবর
মোর মায়ের (দেশ)বুকে?।
ওরা তু পছন্দ করে
জাহান্নাম(ভিনদেশ)।
ঘৃণা করে মাকে(দেশ)বেহেশ্তকে।
তবে কেনরে জাতী ভাই
ওদের কবর হয় মোর
মায়ের বুকে(স্বদেশে)?।
শুন জাতী ভাই,
অন্ধের দলতু নরককেই ভালবাসে।
তারা কভু না আলো চোখে দেখে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।