শূন্য আজ সকালে আমার ছোট বোন (আপন ছোট ভাই'র বউ) আর তার কলিগ (দুজনই জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত) দুজন মিলে একজন গর্ভবতী মহিলাকে নিয়ে সদর হাসপাতাল যাচ্ছিলেন। মহিলার আজই ডেলিভারি। কিছুদূর যাবার পর পিকেটাররা তাদের সিএনজি'র সামনে থাকা দুটো বাসে ভাংচুর করে এবং আগুন দেয়। তারপর তাদের চলন্ত সিএনজিতে ইটা বৃষ্টি শুরু করে..... সিএনজি উল্টে যায়। বর্তমানে কলিগ দুজন হাসপাতালে। এক্সরে তে দেখা গেছে দুজনেরই হাত ভেঙ্গে গেছে.... তবে দুজন মাঝে বসা প্র্যাগনেন্ট মহিলাকে ঘিরে রাখায় খুব একটা আহত হন নি তিনি। জেলা'র সদর হাসপাতালের ইমার্জেন্সিতে উনাকে প্রাথমিকভাবে ভর্তি করা হলেও...... সকল প্রকার টেস্ট শেষে তাকে পার্শ্ববর্তী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়... কিছুক্ষণ আগে তিনি ফুটফুটে একটি সন্তান উপহার দিয়েছেন এদেশ ও জাতিকে..... মা এবং সন্তান দুজনই সুস্থ্য আছেন। আর আমার বোন ও তার কলিগ নিজ নিজ বাসায় প্লাস্টার হাত নিয়ে একালাবাসীকে তাদের অভিজ্ঞতা বয়ান করছেন..................... (ঘটনাটা হাসির, নাকি কান্নার, নাকি ভয়াবহতার......... বুঝতে পারছি না.... তবে একটা কথা বলতেই হবে যে, গাজীপুরে আওয়ামীগের সহযোগীতায় মৌলবাদ আর জামাতের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে... ভোট বলে কথা.............. আজকের প্রথম আলোর নিউজ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।