তোমাদের প্রেমিকারা বসন্তের রঙে
নিজেদের সাজিয়ে পথে এসে তোমাদের হাত ধরে,
তাঁরা কোথাও শিকার কুটু কথার খোঁচায়
কোথাও বা, পুরুষের লোলুপ স্পর্শের
কর্ম ব্যস্ত এক গোটা শহরকে বানাও অসুস্থ মাংসপিণ্ড
বছরে দিবস জন্ম নেয় প্রতিবার নতুন করে ।
ক্লান্ত বিধ্বস্ত শহরকে ফেলে তোমরা যখন মুঠোফোনে শিহরন অনুভব কর
তখন ওরা ভঙ্গুর শরীরে, উন্মাদিনীর চোখে পথে আসে
নিরবে ডাকে। যদি হয় কিছু অর্থের যোগান
ওরা কুটু খোঁচার ধার ধারে না, তোমার প্রেমিকার মতো প্রতিবাদ করে না
শিশু রাত কে পরিপক্কতা দেয়, নিরবতাকে ঘুম পাড়ায়
নিজেদের বিলিয়ে টিকিয়ে রাখে ভদ্র মুখোশ পড়া সমাজ
বেঁচে যায় শ'খানেক সতীত্ব প্রতিটি রাতে... ।।
@২
একদিকে বসন্ত একদিকে ভালবাসার আহবান,
ঋতু পরিবর্তনের দুর্যোগে খুদা মন্দায় নির্ঘুম কাটে কিছু রাত
গর্ভবতী শাদা ধূসর পশমি বিড়ালটির চোখে অনিশ্চয়তা
এক নির্জন নিরাপদ ভুমির সন্ধান ।।
বিড়াল ছানার জন্ম লগ্নে ভালবাসা দিবসের বাড়াবাড়ি
একদিকে নরনারীর কৃত্তিম উল্লাস একদিকে সদ্য ছানা জন্ম দিয়ে প্রসব যন্ত্রণায় কাতর,
হন্য হয়ে ছোটা বিড়াল মায়ের অনুসন্ধান ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।