আমি খুব সহজ এবং তার চেয়েও বেশী সাধারন একজন মানুষ । আইটি প্রফেশনাল হিসেবে কাজ করছি। টুকটাক ছাইপাশ কিছু লেখালেখির অভ্যাস আছে। মানুষকে ভালবাসি। বই সঙ্গে থাকলে আমার আর কিছু না হলেও হয়।
ভালো লাগে ঘুরে বেড়াতে। ভালবাসি প্রকৃতি; অবারিত সবুজ প্রান্তর। বর্ষায় থৈ থ “মাঠে ঘোড়া আর ঘরে বউকে বিশ্বাস নেই”- লিও টলস্টয়
“মেয়েরা সাধারণত এতই খারাপ যে, ভাল এবং মন্দ মেয়ের মধ্যে কোন পার্থক্যই করা যায় না”- লিও টলস্টয়
“কম বয়েসী মেয়েরা হলো রসগোল্লার মত যেখানে রাখবে সেখানেই পিঁপড়ে ধরবে”-শংকর
“পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে তার মাঝে সবচেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা”-মেনানডার
“পুরুষেরা মেয়েদের খেলার সামগ্রী আর মেয়েরা শয়তানের খেলার সামগ্রী, মেয়েরা সন্তান উৎপাদনের যন্ত্র বৈ কিছু নয়”-নেপোলিয়ান
“ছোট ছোট পা আর মোটা নিতম্ব বিশিষ্ট নারীজাত সন্তান উৎপাদন ছাড়া কোন কাজে লাগেনা”- ম্যাস্কিম গোর্কি।
“গর্ভবতী নারী দেখতে অনেকটা গর্ভবতী পশুরই মতো”-হুমায়ন অজাদ
-নারীদের নিয়ে মহা মনীষীদের উপরের মন্তব্যগুলো পড়ার মনে হইলো আসলেই আল্লামা শফীর ফাঁসি(??) হওয়া উচিত কারণ তিনি নারীদেরকে তেঁতুলের মতো আকর্ষণীয় উপমা দিয়ে মহা অপরাধ করে ফেলেছেন।
আসলে উনার উচিত ছিলো প্রগতিশীল হুমায়ূন আজাদের মতো নারীদেরকে গরু, ঘোড়া, হিংস্র জন্তু জানোয়ার সাথে তুলনা করে উপমা দেয়া!!তাহলেই আমাদের রোকেয়া প্রাচীরা আল্লামা শফীর প্রশংসায় পঞ্চমুখ হইতেন।
......আসুন আল্লামা শফীর ফাঁসির দাবীতে আগামীকাল আমরা রোকেয়া প্রাচী ও সুলতানা কামালদের নেতৃত্বে শাহবাগে বেলুন উড়াই এবং মোমবাতি মিছিল করি!!
--------ফেস বুক থেকে কপি করা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।