মেহেদীর যে কত বিচিত্র ব্যবহার আছে বিধাতাই জানে। উত্তর আফ্রিকাসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ ও ভারতে গর্ভবতী মায়েদের মেহেদী ব্যবহারের রীতি প্রচলিত হাজার বছর ধরে। গর্ভধারেণর সময় মায়েদের পেটের চামড়া স্ফীত হয়ে ফেটে যায়। সকল মায়েদের জন্য এটি একটি অনেক বড় সমস্যা। এটা ঠেকানোর জন্য মেহেদী ব্যবহৃত হয়ে আসছে যুগযুগ ধরে।
আধুনা পশ্চিমের নারীরাও এর ব্যবহার শুরু করেছে। গর্ভধারণের ৭ মাসের মাথায় মায়ের পেটে মেহেদী দিয়ে ভরাট একটি বড় আকারের ডিজাইন করা হয়। মেহেদী ব্যবহারের ফলে পেটে দাগ পড়ে না। তাছাড়া এটি সান ব্লকেরও কাজ করে। এ ডিজাইনও অঞ্চল ভেদে আলাদা হয়ে থাকে।
তবে মেহেদি অবশ্যই সরাসরি গাছ থেকে সংগ্রহ করে হাতে পেষ্ট করে লাগাতে হবে। বাজারে প্রচিলত কোন টিউব মেহেদী, কোন মেহেদী এমন কি গুড়ো মেহেদীও ব্যবহার করা যাবে না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।