যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না। আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়। কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না। ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। কয়েকজন লোক একটি লাশঘীরে কাঁন্না করছিল।
বিশ্মিত হলাম, দেখলাম সে লাশটি আমারই।
ওরা তেমন কাঁন্না করছিল,যেন,ওদের কাঁন্নায়
সাত আসমান ভেঙ্গে ওদের মাথার উপড় পরবে।
কিন্তু আমি হাসছিলাম এই ভেবে যে,কি লাভ
অমন করে কাঁদায় ওদের?অথচ ওরা জানে,
বুঝে,লাশ আর জড়বস্তুর মধ্যে কোন তফাত নাই।
বরং,লাশ দ্রুত মাটিতে পূতে রাখায় পৃথিবীর গর্ভস্হ সকলেরভাল।
তবে,কি ওরা জেনে,শূনে লাশটিকে নিয়ে ঐ
কাঁন্নার উদসব করছে?নাকি না কাঁদলে সমাজ
ঘৃণা করবে সেই ভয়ে ওরা কাঁদছে?
মেকি কাঁন্না চেনা বড়ই দরুহ?।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।