সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
বন্ধু আমি চলেই যাব
(মেকি)এই শহর ছেড়ে অনেক দূরে
মেঘরঙ পাড় শাড়ী পড়ে
এক বিরহিণী ডাকছে আমায়
করুণ কাতর আহত সুরে
মেঘনা নদীর বালির পরে।
চন্দ্ররাতের মায়া জোছনায়
হাসব আমি খেলব সেথায়
শান্তিপুরের শান্তদেশে
জলজ বাতাস গায়ে মেখে
আমি বাতাস খাব প্রাণ ভরে।
আমার যত আবর্জনা
জ্বালা ছিল মনকাননে
মিশিয়ে দেব বালির সনে
নগ্নস্নানে স্নিগ্ধ হবরে
মেঘনা নদীর জলমহালে।
জীবন থেকে আনব কেড়ে
আমার বালক বেলা
হাসব আমি খেলব আমি
সময় করে হেলাফেলা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।