আমাদের কথা খুঁজে নিন

   

মেকি ধর্মনিরপেক্ষ সমাজে বাস করছি

সবখানেই সংখ্যালঘুরা সংকটাপন্ন অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান। তিনি বলেন, আমরা একটা মেকি ধর্মনিরপেক্ষ সমাজে বসবাস করছি, যেখানে কোনো আইনের শাসন নেই। গণতন্ত্রের সুগভীর সংকট রয়েছে। স্বাধীনতা অর্জনের ৪৩ বছর পরও আমরা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছি। গতকাল ডেইলি স্টার সেন্টারের তৌফিক আজিজ খান সেমিনার হলে যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি), ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ (আইজিসিএস) ও ব্র্যাক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (বিডিআই) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

ধর্ম, সংখ্যালঘু মর্যাদা ও বিশ্বাস : বাংলাদেশ ও ভারতে পরীক্ষামূলক গবেষণার ফলাফল' শীর্ষক সেমিনারে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়, বিআইডিএসের গবেষক আনোয়ারা বেগম, বিনায়ক সেন, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা বিভাগের পরিচালক ড. ফস্টিনা পেরেরা প্রমুখ। আইজিএস ও বিডিআইএর নির্বাহী পরিচালক সুলতান হাফিজ রহমানের সভাপতিত্বে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইজিএস ও বিডিআইএর গবেষণা প্রধান মিনহাজ মাহমুদ। অনুষ্ঠানে রেহমান সোবহান বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা সংখ্যাগুরু সম্প্রদায়কে বিশ্বাস তো দূরের কথা, বাংলাদেশে কেউ কাউকে বিশ্বাস করে না। এমনকি অনেক সময় রাষ্ট্রকেও না। অথচ রাষ্ট্রকে বিশ্বাস করা না গেলে আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না, বাংলাদেশের ক্ষেত্রে এটাই ঘটেছে।

রেহমান সোবহান বলেন, সবখানেই সংখ্যালঘুদের অস্তিত্বের সংকট রয়েছে। এ জন্যই সংখ্যালঘুরা সংখ্যাগুরুদের সঙ্গে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্ক। এ কারণেই হয়তো তারা নিজ সম্প্রদায়ের লোকদের সঙ্গে বেশি অর্থনৈতিক কার্যক্রমে যুক্ত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু-সংখ্যাগুরু সম্পর্ক একটি জ্বলন্ত ইস্যুতে পরিণত হয়েছে।

সুলতান হাফিজ রহমান বলেন, বাংলাদেশে মুসলমান আর ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠদের আচরণ একই রকম।

আবার দুই দেশে সংখ্যালঘুদের অবস্থাও একই। আসলে এই গবেষণায় দেখা যাচ্ছে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে ধর্মের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তির অবস্থান।

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.