আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বে শূণ্যতা by Zohirul Hoque Bapy

আমার লেখা পড়ে.................. আধারের আড়ালে কি যেন লুকিয়ে- ডাকে তারা জানালার কার্ণিশে পা রেখে। আদিগন্ত সূখের ভ্রান্ত চলায় ইচ্ছে করে, ইচ্ছে করে ডুবে যাই সূখের একাদশীতে হয়না নদীর টানে, হয়না বাতাসের বেগে নদীর স্রোতে মেঘ আর বাতাসে কাফন উড়ে। দরজার আড়ালে কিছুই নেই, চাঁদের ওপারেও কিছুই নেই শুধূ জীবনের আড়ালে একটা ধূধূ মাঠ সেখানে কখনও কখনও আসে স্বপ্ন তারপর রাত। জানালার কার্ণিশে বাতাসের আনাগোনা আদিগন্ত সময়ে বিপুল বিষন্নতা তারপরও কোন কোন পূর্ণিমায় নগরীর আকাশ পেরিয়ে লুকিয়ে নামে জোছনা- পেড়ামাটির বৃক্ষ ভেঙ্গে। ডাকতে থাকে পুরোণো স্মৃতি, নতুন নিঃসঙ্গতা- একদিন যারা ছিল সঙ্গী, একদিন যা ছিল স্বপ্ন- জোছনার চাদর মুড়ি, সে এ জীবনের নয়! আবার জেগে উঠি রঙ্গিন দুঃস্বপ্নের মিছিলে শ্লোগান মূখর মিছিলের শব্দে, দিন আর ফুরায় না। রাত অর্থব ও পঙ্গু- জেগে থাকে জীবন, ক্লান্ত। আধার বা পূর্ণিমার একইতো সে বধ্যভূমি। তবুও মাঝে মাঝে মনে হয়- এই বেচে থাকাটাই আনন্দের.......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।