আমাদের কথা খুঁজে নিন

   

আমার অস্তিত্বে

যে পথে আমার মৃত্যু আমি সেই পথে একবার- বার বার, বহুবার ফিরে যাই!

আমি জানি না কেমন করে তুমি হয়ে ওঠ এক জীবন্ত কবিতা! কেমন করে বারবার আমাকে আর একটি মূহুর্ত বেঁচে থাকার প্রেরণা যুগিয়ে যাও প্রতিনিয়ত! তোমার কোমল স্পর্শে এই আমাকে নিস্পাপ করে তোল ক্ষণে ক্ষণে! আমার মনের বদ্ধ দুয়ারগুলো খুলে দাও তুমি একটি একটি করে। তোমার আলোয় আমার আঁধারমাখা এই দেহকে করে তোল আলোকিত। তোমাকে দেখেই শিখেছিলাম কীভাবে বেঁচে থাকতে হয়! তুমি আমার চোখ মেলে দেখিয়েছিলে একটি বুনো ফুলের হালকা রঙে কি অদ্ভুত এক সৌন্দর্য! অচেনা এক পাখির গানেও কি অপরূপ এক মাদকতা- তুমি আমায় চিনিয়েছিলে। আমাকে যেন তুমি আবার এই মর্ত্যে জন্ম দিয়েছিলে নতুন করে! আমাকে অমৃতের সন্ধান দিয়ে তুমি নিজেই চলে যাও অজানায়। আমি এবার তোমার মত করে অসীম আকাশের দিকে তাকাই অনুভব করি অসহ্য শূণ্যতা তারপর আবার তোমার মত করেই নক্ষত্রের সাথে ভাগ করে নেই যন্ত্রণা! কত অযুত পথ পাড়ি দিয়ে আমাকে জড়িয়ে নেয় তার নরম আলোয়। আমার অস্তিত্বে এখন শুধুই তুমি তোমাকে নিয়েই তোমার ধরণীতে আমার নিয়ত এই পথচলা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।