অস্তিত্বে তুই - যাযাবর জীবন লোহিত কণিকা শ্বেত কণিকার ছোটাছুটি রক্তের ভেতর; শিরা, উপশিরা আর ধমনী জুড়ে সাথে কিছু ভাইরাস আর ব্যাকটেরিয়া আছে যেন জড়িয়ে ধরে কিছু ভালো হয়ে যায় ঔষধ পেলে কিংবা তোকে কাছে পেলে কিছু ভাইরাস কুড়ে কুড়ে খায় মৃত্যুর দিকে ঠেলে যেদিন থেকে তুই ফেলে গিয়েছিস চলে। শুরুটা ছিল তোর, সমাপ্তিও তোর আমি শুধু সাজিয়ে ছিলেম মিথ্যে বাসর ভাবনার রঙিন ফানুস উড়িয়ে মিথ্যে স্বপ্নের বোনা জালগুলো এখন যাই পুড়িয়ে সেই সেদিনের পর থেকে ব্যবহারে পুরোনো করে ছেড়া ন্যাকড়া ফেলে দিলি যেদিন ডাস্টবিনের এক কোনে সম্পর্কের সমাপ্তির ফুলস্টপ টেনে। এখন স্পর্শের ওপারে তুই ধরাছোঁয়ার অনেক বাইরে তবুও কেন যেন তোকে একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করে এখন হৃদয়ের ওপর নিয়েছিস কতগুলো হৃদয়ের ভার একটুখানি তোর হৃদয়টা খুলে দেখতে ইচ্ছে করে সেখানে আমার স্থান কোথায়, কিংবা ভালোবাসার স্থান আমার, তার কিংবা অন্য কারো জন্যে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।