আমাদের কথা খুঁজে নিন

   

বোধের অস্তিত্বে অন্ধকার, দূর হও

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

বোধের অস্তিত্বে অন্ধকার, তুমি দূর হও। কালো রাতের আঁধার থেকে অসহায় আত্মারা তোমাকে ডাকে নিকানো উঠান থেকে ধর্ষিতা শাড়ির আঁচল তোমাকে ডাকে এ নিশ্চুপ অন্ধকারে তুমি জ্বলে ওঠো তুমি জ্বলে ওঠো বহ্নিমান চোখ জ্বলে ওঠো ভোরের আকাশ বিদেহী আত্মার ক্ষুধার্ত আহ্বান- সোনালি সুরুজ, আদিগন্ত নীল তুমি জাগো, জাগো। যেভাবে প্রতীক্ষা করেছিলো বায়ান্ন থেকে সত্তর যেভাবে প্রতীক্ষা করেছিলো মার্চ থেকে ডিসেম্বর যেভাবে প্রতীক্ষা করেছিলো লাউয়ের ডগা যেভাবে প্রতীক্ষা করেছিলো নিকানো উঠান আমরা তেমন প্রতীক্ষায় আছি। নিকষ আঁধারে জেগে আছে মা, জেগে আছে স্বদেশ জ্বলে ওঠো জাগ্রত বিবেক, জ্বলে ওঠো সাহসী মানুষ বোধের অস্তিত্বে এ আঁধার তোমার না এ তুচ্ছতা তোমার না। সুদীর্ঘ রাতের পর একটি সোনালি সূর্যোদয় থাকে শিশুর কোমল হাসি ধরে রাখে নিরাময় চাঁদ অক্লান্ত ভাটার পর জেগে ওঠে প্রবল জোয়ার। আমরা একটি সোনালি ভোরের জন্য দু'হাত বাড়াই দুধেল গাভীর জন্য তুলে রাখি ঘাস রাতের আঁধার ঢেকে জ্বেলে রাখি তারাদের বাতি। বোধের প্রকোষ্ঠে সূচালো আঁধার শোনো এই পবিত্র অঙ্গন তোমার না ছলছল নদীর কল্লোল তোমার না। সোনালি আকাশ থেকে বোধের আঁধার তুমি দূর হও পবিত্র স্বদেশ থেকে পাপিষ্ঠ লোবান তুমি দূর হও, দূর হও। রচনা: ১২.১২.১৯৮৫ প্রকাশ: ফেব্রুয়ারি, ১৯৮৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।