"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"
অস্তিত্বে সজাগ তুমি
“চলে যাওয়া মানেই প্রস্থান নয়”- এমনটাই বিশ্বাস আমার।
ছেড়ে যাওয়া মানেই ভুলে থাকা নয়, এখনো তা বিশ্বাস করি।
একবার বলতে ইচ্ছে হয়েছিল, ‘যেতে নাহি দেব’, অথচ মুখ
ফুটে সেকথা বলতে পারিনি। তুমি চলে গেলে, প্রস্থান ভেবে
চুপ করে ছিলাম, তখন বুঝিনি এশুধু নিজের সাথেই যুদ্ধ করা,
প্রতিনিয়ত ভুলে থাকার চেষ্টা করা। ভুলে থাকা ভীষণ কষ্টের;
তার চেয়েও বেশী কষ্টের, যখন ভাবি- তুমি কাছে নেই, তুমি
কোথাও নেই।
আমার দু’চোখ শুধু তোমাকেই খোঁজে, তোমাকেই
কাছে পেতে চায়। আজ আর চলে যাওয়া নয়, নয় কোন আশাবাদী
প্রস্থান- আজ তোমাকে ফিরে পেতে চাই। তোমার ফিরে আসা
মানেই আমার অস্তিত্বের প্রকাশ, আমাকে সজাগ করে তোলা।
ফিরে আসো তুমি আমার প্রাণের স্পন্দন হয়ে, নিঃশ্বাস-প্রশ্বাসে
হোক তোমার অবাধ চলাচল। তোমার ফিরে আসা মানেই আমার
থেমে থাকা সবকিছুতে প্রাণ ফিরে আসা।
স্থবিরতা আমার কখনোই
কাম্য নয়, যেমন কাম্য নয় মৃত্যু। তোমার প্রস্থান মানেই অসহনীয়
স্থবিরতা- আর স্থবিরতা মানেই মৃত্যু; তোমার অস্তিত্বকে ঘিরেই
সঞ্চারিত হোক আমার প্রাণ। তাই- প্রতিক্ষণ, প্রতি মুহূর্ত, তোমার
সরব উপস্থিতি আমাকে জানিয়ে দিক, আমি আসলেই বেঁচে আছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।