আমাদের কথা খুঁজে নিন

   

অস্তিত্বে কবিতা

মন উড়ে যায় তোমার কাছে......

প্রচ্ছন্ন অহংকারী শব্দাবলী নয়, অনিন্দ্য মেঘমালার অনিয়মত উচ্চারন ও নয়, কবিতা মানেই পেলব অনুভূতির অখন্ড একান্তে মিশে থাকা এক ধরনের নরমকোমল ধূসরতা । অস্পষ্ট হৃদয়ের মত বিকেলের সাম্রাজ্যে ছুয়ে থাকা বিনম্র সায়াহৃ- যার মেলে দেয়া ডানার পরশ অঘ্রানেও এনে দেয় বৃষ্টিমুখর আষাঢ় । নতজানু অরণ্যের অমিত আবহাওয়া । খুব অগোছালো লিখে যাওয়া এলোমেলো সময়ের কিছু সঞ্চার, আমার অকুন্ঠ হৃদয়ের আজন্ম কিছু প্রয়াশ!- ইচ্ছে এটুকুই- কবিতা ছুয়ে থাক জীবনের অতলতায় অথবা খুব একান্ত হয়ে মিশে থাক জীবনের অনুকনা জ্যোসনাস্নাত নিবিড় কবিতায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।