আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রেন্ডস উইথ বেনিফিটস এ বাংলাদেশকে হেয় করে সংলাপ, প্রতিবাদ করা হোক।

নতুন মুভিটা বন্ধুর পিসিতে দেখতে বসলাম। ১৮+ কমেডি মুভি। আমি আপাতত কাহিনী আর কমেডির দিকেই মনোযোগ দিলাম। (বাকিটা পরে)। সংলাপ গুলা শুনতে শুনতে এক পর্যায়ে, কাজের প্রতি অত্যাধিক ভালবাসায় মগ্ন ছবির নায়ক ডিলান কে কমেডিয়ান সহকর্মী এবং গে, টমি পঁচাতে শুরু করে।

ডায়লগটা এরকম। *********************************** [as Dylan decides to work through lunch] Tommy: A work ethic. I love it! That is why this country is still number one. Well, behind Germany and France and Belgium and Japan and China. Thank God for Bangladesh! অনুবাদ: "কর্মের মূল্যবোধ"? আমি তো খুব ভালবাসি। এ জন্যই তো আমাদের দেশ (যুক্তরাষ্ট্র) এখনো এক নাম্বারে আছে। আজ্ঞে, জার্মানি আর ফ্রান্সের আর বেলজিয়াম আর জাপান আর চীনের পেছনে। খোদার শোকর যে, বাংলাদেশ আছে।

************************************ বুঝাই যায়, স্ক্রীনপ্লে'টা বেশ আগের। তাই বলে জাতীয়তা বিষয়ক তথ্যের দিকে লক্ষ্য রাখা তাদের জরুরী ছিল। অনেক আগেই বাংলাদেশ সবচেয়ে দুর্নিতীপরায়ণ দেশের লজ্জা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু, এ সিনেমায় এখনো এ তথ্য বহাল থাকার কোন মানে হয়না। :@ বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.