আমাদের কথা খুঁজে নিন

   

আব্বাস কিয়ারোস্তামির হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হোম?

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

ইরানি পরিচালক আব্বাস কিয়ারোস্তামির হোয়ার ইজ মাই ফ্রেন্ডস হোম রূপকথার ইরানি বাচ্চাদের কাহিনী। বড়দের হিংসা, ঈর্ষা, ঝগড়া যাদের স্পর্শ করতে পারেনি। ছোট বাচ্চা আহমাদ খেলাধূলা সেরে বাড়ি ফিরে দেখতে পায় বন্ধু নিমার নোটবুকটা সে ভুলে নিয়ে এসেছে। পরের দিনের হোমওয়ার্ক করতে না পারলে টিচার তাকে স্কুল থেকে বের করে দেবে।

কিন্তু নিমার বাড়ি চেনে না সে। কিভাবে যাবে? মাকে রাজি করিয়ে সে বের হয় বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। কিন্তু নামের শেষ অংশ ছাড়া আর কিছু জানে না। এ পাড়া ও পাড়া, এ বাড়ি ও বাড়ি ঘুরে ঘুরে সে হয়রান হয়ে যায়। তারপরও বন্ধুর বাড়ির খোঁজে দৌড়াতে থাকে।

শেষ পর্যন্ত একটি বাড়ি পায় বটে কিন্তু পেঁৗছে দেখে সেটা তার বন্ধুর বাড়ি নয়। ভগ্নমনোরথ আহমাদ ফিরে আসে বাড়িতে। নিজের হোমওয়ার্ক করে বন্ধুর খাতায় বন্ধুর হোমওয়ার্ক করে। যাতে পরের দিন নিমা বিপদে না পড়ে। পরদিন স্কুলে বন্ধুর দিকে সন্তর্পনে এগিয়ে দেয় তার নোটবুকটি।

তাজ্জব এক সিনেমা। অবিশ্বাস্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.